Sikkim: হুড়মুড়িয়ে ধস নামল সিকিমের NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউসে, ভয়ঙ্কর পরিস্থিতি, দেখুন ছবিতে

Last Updated:
Skkim Landslide: সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন ভূ-বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে ভূ-বিশেষজ্ঞ জাতিস্মর ভারতী সম্প্রতি বলেছিলেন, ভূমিধসের অন্যতম কারণ হাইডেল প্রজেক্ট, কারণ বিদুৎ উৎপাদনের জন্য সারা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে।
1/5
*ভূ-বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি মঙ্গলবার সকালে পূর্ব সিকিমের সিংটামের দীপু দারার কাছে বালুতারে NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউসে আঘাত হানল ভূমিধস।
*ভূ-বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি মঙ্গলবার সকালে পূর্ব সিকিমের সিংটামের দীপু দারার কাছে বালুতারে NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউসে আঘাত হানল ভূমিধস।
advertisement
2/5
*স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় ধরা পরেছে ভূমিধসের সেই ভয়ানক দৃশ্য। বড় বড় পাথর, গাছপালা-সহ পাহাড় দ্রুত পাওয়ার হাউসের দিকে ধেয়ে আসতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটিতে, এই ভূমিধসের কারণে একদিকে যেমন ক্ষতি হয়েছে জল বিদুৎ উৎপাদন কেন্দ্রটির ওপর, ধসে পড়া বস্তুতে চাপ বেড়েছে নদীর ওপর।
*স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় ধরা পরেছে ভূমিধসের সেই ভয়ানক দৃশ্য। বড় বড় পাথর, গাছপালা-সহ পাহাড় দ্রুত পাওয়ার হাউসের দিকে ধেয়ে আসতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটিতে, এই ভূমিধসের কারণে একদিকে যেমন ক্ষতি হয়েছে জল বিদুৎ উৎপাদন কেন্দ্রটির ওপর, ধসে পড়া বস্তুতে চাপ বেড়েছে নদীর ওপর।
advertisement
3/5
*উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে সিকিমের সোরেঙ এলাকায় সৃষ্টি হয়েছিল ৪.৪ মাত্রার ভূমিকম্প। তারই পার্শ্বপ্রতিক্রিয়া কিনা এই ভূমিধস সেই বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল।
*উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে সিকিমের সোরেঙ এলাকায় সৃষ্টি হয়েছিল ৪.৪ মাত্রার ভূমিকম্প। তারই পার্শ্বপ্রতিক্রিয়া কিনা এই ভূমিধস সেই বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল।
advertisement
4/5
*যদিও সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন ভূ-বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে ভূ-বিশেষজ্ঞদের জাতিস্মর ভারতী সম্প্রতি বলেছিলেন, এই ভূমিধসের অন্যতম কারণ হাইডেল প্রজেক্ট, কারণ বিদুৎ উৎপাদনের জন্য সারা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে।
*যদিও সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন ভূ-বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে ভূ-বিশেষজ্ঞদের জাতিস্মর ভারতী সম্প্রতি বলেছিলেন, এই ভূমিধসের অন্যতম কারণ হাইডেল প্রজেক্ট, কারণ বিদুৎ উৎপাদনের জন্য সারা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে।
advertisement
5/5
*পাহাড় সারা বছর ভিজে থেকে নরম হচ্ছে। সঙ্গে গাছ কাটার ও একটি বড় প্রভাব পড়ছে। সব মিলিয়ে বাড়ছে, বন্যা, ভূমিধস।
*পাহাড় সারা বছর ভিজে থেকে নরম হচ্ছে। সঙ্গে গাছ কাটার ও একটি বড় প্রভাব পড়ছে। সব মিলিয়ে বাড়ছে, বন্যা, ভূমিধস।
advertisement
advertisement
advertisement