Jalpaiguri News: ঝিরিঝিরি বৃষ্টির বিকেলে জলপাইগুড়ির জঙ্গলে ভয়ানক দৃশ্য...! পালানোর পথ নেই, কী হল শেষমেশ?

Last Updated:
গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। থমকে গেল একের পর এক যান। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাঁতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 
1/5
ঝিরিঝিরি বৃষ্টির বিকালে জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে দেখা মিলল বিরল এক দৃশ্যের—রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ল এক দলছুট গজরাজ।
ঝিরিঝিরি বৃষ্টির বিকালে জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে বিরল এক দৃশ্য। দেখা মিলল তার। রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ল এক দলছুট গজরাজ।
advertisement
2/5
গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। থমকে গেল একের পর এক যান। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাঁতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
advertisement
3/5
নিত্যযাত্রী ও স্থানীয়রা পড়েন সমস্যায়, কেউ কেউ আবার কৌতূহলে দাঁড়িয়ে পড়েন সেই দৃশ্য দেখতে।
নিত্যযাত্রী ও স্থানীয়রা পড়েন সমস্যায়। কেউ কেউ আবার কৌতূহলবশত দাঁড়িয়ে পড়েন সেই দৃশ্য দেখতে।
advertisement
4/5
জঙ্গল—মাঝে রাস্তায় বিশালাকার বনহাতি। অবশেষে বন দফতরকে খবর দেওয়া হলে, দ্রুত পৌঁছে তারা পটকাবাজি ফাটিয়ে হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যায়।
দুই ধারে জঙ্গল। মাঝে রাস্তায় বিশালাকার বনহাতি। অবশেষে বন দফতরকে খবর দেওয়া হল। দ্রুত কর্মকর্তারা পৌঁছলেন। তাঁরা পটকাবাজি ফাটিয়ে হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে গেলেন।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দা বিকাশ বসাক তিনি ওই রাস্তাতে চলাচল করেন মাঝেমধ্যেই দেখতে পায় এই দলছুট কর গজরাজ আজকে বৃষ্টি পড়লেই বেরিয়ে আসে রাস্তার মধ্যে ।
স্থানীয় বাসিন্দা বিকাশ বসাক, তিনি ওই রাস্তাতে চলাচল করেন। মাঝেমধ্যেই দেখতে পান দলছুট হয়ে যাওয়া গজরাজকে। যারা বৃষ্টি পড়লেই বেরিয়ে আসে রাস্তার মধ্যে। সুরজিৎ দে
advertisement
advertisement
advertisement