চা বাগানে লুকিয়ে ছিল সাক্ষাৎ মৃত্যুদূত! গোটা পাড়া দেখে থ, দেখতে জমে গেল ভিড়

Last Updated:
Python- বীরপাড়া চা বাগানের আউট ডিভিশন থেকে উদ্ধার হল একটি বিরাট আকারের পাইথন। বনকর্মীরা জানিয়েছেন, এটি একটি বার্মিজ পাইথন। ১০ ফুট লম্বা সেটির উচ্চতা।
1/5
বীরপাড়া চা বাগান থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি পাইথন। এই পাইথনটি দেখতে ভিড় জমে যায় এলাকায়। পাইথনটি ১০ ফুট লম্বা বলে জানা যায়।
বীরপাড়া চা বাগান থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি পাইথন। এই পাইথনটি দেখতে ভিড় জমে যায় এলাকায়। পাইথনটি ১০ ফুট লম্বা বলে জানা যায়।
advertisement
2/5
এদিন সকালে এই পাইথনটিকে প্রথম দেখা গিয়েছিল চা পাতা ওজন ঘরের সামনে থেকে।সেখানে কিছু শ্রমিক কালো, লম্বা এই পাইথনটি দেখেছিল। ওই শ্রমিকদের দেখে তেড়ে আসছিল পাইথনটি বলে জানা যায়।
এদিন সকালে এই পাইথনটিকে প্রথম দেখা গিয়েছিল চা পাতা ওজন ঘরের সামনে থেকে। সেখানে কিছু শ্রমিক কালো লম্বা এই পাইথনটি দেখেছিলেন। ওই শ্রমিকদের দেখে তেড়ে আসছিল পাইথন।
advertisement
3/5
এরপর চা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান চা বাগানের শ্রমিকরা।খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জ অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে পাইথনটি ধরতে রীতিমতো নাকানি চোবানি খান। কিছুতেই ধরা যাচ্ছিলনা পাইথনটিকে।
এর পর চা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান চা বাগানের শ্রমিকরা। খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জ অফিসে। এখান থেকে বনকর্মীরা এসে পাইথনটি ধরতে রীতিমত নাকানি চোবানি খান। কিছুতেই ধরা যাচ্ছিল না পাইথনটিকে।
advertisement
4/5
পাইথন ধরতে এসেছিলেন প্রথমে তিনজন বনকর্মী। পরিস্থিতি বেগতিক দেখে আরও তিনজন বনকর্মীকে ডেকে পাঠানো হয়। অবশেষে পাইথনটি ধরতে সক্ষম হন বনকর্মীরা।এটিকে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হবে।
পাইথন ধরতে এসেছিলেন প্রথমে তিনজন বনকর্মী। পরিস্থিতি বেগতিক দেখে আরও তিনজন বনকর্মীকে ডেকে পাঠানো হয়। অবশেষে পাইথনটি ধরতে সক্ষম হন বনকর্মীরা। সেটিকে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হবে।
advertisement
5/5
এলাকায় এর আগে এতো বড় পাইথন আগে দেখা যায়নি বলে জানা যায়।এটি একটি বার্মিজ পাইথন। সামনাসামনি কোনও নদীর থেকে এলাকায় এটি এসেছে বলে অনুমান বনকর্মীদের।
এলাকায় এর আগে এত বড় পাইথন আগে দেখা যায়নি বলে জানা যায়। এটি একটি বার্মিজ পাইথন। সামনাসামনি কোনও নদীর থেকে এলাকায় সেটি এসেছে বলে অনুমান বনকর্মীদের।
advertisement
advertisement
advertisement