Alipurduar News: গভীর রাতে হঠাৎ বাঙরি নদীতে হড়পা বান, সঙ্গে জুড়ল দাউদাউ করে আগুন! বিপর্যস্ত টোটোপাড়া

Last Updated:
একদিকে বাঙরি নদীতে হড়পা বান। অপরদিকে টোটোপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দুই মিলে বিপর্যয় নেমে এল এলাকায় রবিবার গভীর রাতে।
1/5
মাদারিহাট, অনন্যা দে: একদিকে বাঙরি নদীতে হড়পা বান। অপরদিকে টোটোপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড। দুই মিলে বিপর্যয় নেমে এলো এলাকায় রবিবার গভীর রাতে।
মাদারিহাট, অনন্যা দে: একদিকে বাঙরি নদীতে হড়পা বান। অপরদিকে টোটোপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দুই মিলে বিপর্যয় নেমে এল এলাকায় রবিবার গভীর রাতে।
advertisement
2/5
ভয়ে দুচোখের পাতা এক করতে পারেননি এলাকাবাসীরা। যদিও সোমবার ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টোটোপাড়া এলাকার এক গালামালের দোকানে হটাৎ করে আগুন লেগে যায়।
ভয়ে দুচোখের পাতা এক করতে পারেননি এলাকাবাসীরা। যদিও সোমবার ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টোটোপাড়া এলাকার একটি দোকানে হটাৎ করে আগুন লেগে যায়।
advertisement
3/5
ক্রমেই ভয়াবহ অগ্নিকান্ডের রূপ নেয়। এদিকে বাঙরি নদীতে হড়পা বানের দরুন আটকে যায় দমকলের ইঞ্জিন।এদিকে গতকাল রাত থেকে ভিড় দেখা যায় মাদারিহাট জামতলা এলাকায়।
ক্রমেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়। এদিকে বাঙরি নদীতে হড়পা বানের দরুণ আটকে যায় দমকলের ইঞ্জিন।এদিকে গতকাল রাত থেকে ভিড় দেখা যায় মাদারিহাট জামতলা এলাকায়।
advertisement
4/5
জামতলা এলাকায় দীপক সুরির গালামাল দোকানে অগ্নিকান্ড ঘটে। এলাকার বাসিন্দারা দমকল কেন্দ্রে খবর দেয়।বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন আসে কিন্ত সে সময় জামতলা এলাকায় বাঙরি নদীতে হড়পা বান হয়।
জামতলা এলাকায় দীপক সুরির গালামাল দোকানে অগ্নিকাণ্ডে ঘটে। এলাকার বাসিন্দারা দমকল কেন্দ্রে খবর দেয়।বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন আসে কিন্ত সে সময় জামতলা এলাকায় বাঙরি নদীতে হড়পা বান হয়।
advertisement
5/5
পরবর্তীতে দমকল ইঞ্জিন ওপারে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও দমকল আসার আগে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালায়।কিছুটা সফল হয় তারা।
পরবর্তীতে দমকল ইঞ্জিন ওপারে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও দমকল আসার আগে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালায়।কিছুটা সফল হয় তারা।
advertisement
advertisement
advertisement