Dooars tour| Vistadome train| প্রথম দিনেই হিট ডুয়ার্স স্পেশাল ভিস্টাডোম! খরচ ৭৭০ টাকা! পুজোয় যাবেন নাকি?

Last Updated:
Dooars tour| Vistadome train| টিকিটের ভাড়া মাত্র ৭৭০ টাকা। দুপাশে ৩৬০ ডিগ্রি খোলা। পাহাড় জঙ্গলের মাদকতার মধ্যে দিয়ে এই অনুপম-যাত্রা।
1/6
পর্যটকঠাসা ভিস্টাডোম কোচ নিয়ে পর্যটক স্পেশাল এনজেপি-আলিপুরদুয়ার ভিস্টাডোমের যাত্রা শুরু হল।
পর্যটকঠাসা ভিস্টাডোম কোচ নিয়ে পর্যটক স্পেশাল এনজেপি-আলিপুরদুয়ার ভিস্টাডোমের যাত্রা শুরু হল।
advertisement
2/6
এনজেপি স্টেশনে আজ এই ট্রেনের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়।
এনজেপি স্টেশনে আজ এই ট্রেনের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়।
advertisement
3/6
সপ্তাহে ৩ দিন চলবে এই ট্রেন। ডুয়ার্সের মাদকতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
সপ্তাহে ৩ দিন চলবে এই ট্রেন। ডুয়ার্সের মাদকতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
advertisement
4/6
ভিস্টাডোমে ডুয়ার্স করতে পারবেন পর্যটকরা। ট্রেনে বসেই জঙ্গল সাফারির সুযোগ পাওয়া যাবে। সঙ্গে থাকবে নাচ-গান। থাকবে চা-বাগানে টি টেস্টিংয়ের সুযোগ।
ভিস্টাডোমে ডুয়ার্স করতে পারবেন পর্যটকরা। ট্রেনে বসেই জঙ্গল সাফারির সুযোগ পাওয়া যাবে। সঙ্গে থাকবে নাচ-গান। থাকবে চা-বাগানে টি টেস্টিংয়ের সুযোগ।
advertisement
5/6
নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেবক, নিউ মাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া, আলিপুরদুয়ার- এই পথেই ঘুরবে এই ট্রেন। যাত্রাপথে জানলার ধারে বসার দরকার নেই। কোচের যে কোনও প্রান্ত থেকেই প্যানারোমায় প্রকৃতি উপভোগ করা যাবে।
নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেবক, নিউ মাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া, আলিপুরদুয়ার- এই পথেই ঘুরবে এই ট্রেন। যাত্রাপথে জানলার ধারে বসার দরকার নেই। কোচের যে কোনও প্রান্ত থেকেই প্যানারোমায় প্রকৃতি উপভোগ করা যাবে।
advertisement
6/6
শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ওয়াইফাই ও অত্যাধুনিক বায়ো টয়লেট। আইআরসিটিসি-র মাধ্যমেও এই ট্রেন বুক করা যাবে।
শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ওয়াইফাই ও অত্যাধুনিক বায়ো টয়লেট। আইআরসিটিসি-র মাধ্যমেও এই ট্রেন বুক করা যাবে।
advertisement
advertisement
advertisement