পর্যটক-ঠাসা ভিস্টাডোম কোচ নিয়ে এনজেপি-আলিপুরদুয়ার ভিস্টাডোমের (Vistadome Coach) যাত্রা শুরু হল। প্রথম দিনেই হিট এই বিশেষ ট্রেন। সমস্ত তথ্য পার্থপ্রতিম সরকারের দেওয়া।
2/ 6
এনজেপি স্টেশনে আজ এই ট্রেনের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়।
3/ 6
সপ্তাহে ৩ দিন চলবে এই ট্রেন। ডুয়ার্সের মাদকতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
4/ 6
ভিস্টাডোমে ডুয়ার্স করতে পারবেন পর্যটকরা। ট্রেনে বসেই জঙ্গল সাফারির সুযোগ পাওয়া যাবে। সঙ্গে থাকবে নাচ-গান। থাকবে চা-বাগানে টি টেস্টিংয়ের সুযোগ।
5/ 6
নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেবক, নিউ মাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া, আলিপুরদুয়ার- এই পথেই ঘুরবে এই ট্রেন। যাত্রাপথে জানলার ধারে বসার দরকার নেই। কোচের যে কোনও প্রান্ত থেকেই প্যানারোমায় প্রকৃতি উপভোগ করা যাবে।
6/ 6
শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ওয়াইফাই ও অত্যাধুনিক বায়ো টয়লেট। আইআরসিটিসি-র মাধ্যমেও এই ট্রেন বুক করা যাবে। টিকিটের ভাড়া মাত্র ৭৭০ টাকা। পুজোয় যাবেন নাকি?
পর্যটক-ঠাসা ভিস্টাডোম কোচ নিয়ে এনজেপি-আলিপুরদুয়ার ভিস্টাডোমের (Vistadome Coach) যাত্রা শুরু হল। প্রথম দিনেই হিট এই বিশেষ ট্রেন। সমস্ত তথ্য পার্থপ্রতিম সরকারের দেওয়া।
নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেবক, নিউ মাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া, আলিপুরদুয়ার- এই পথেই ঘুরবে এই ট্রেন। যাত্রাপথে জানলার ধারে বসার দরকার নেই। কোচের যে কোনও প্রান্ত থেকেই প্যানারোমায় প্রকৃতি উপভোগ করা যাবে।
শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ওয়াইফাই ও অত্যাধুনিক বায়ো টয়লেট। আইআরসিটিসি-র মাধ্যমেও এই ট্রেন বুক করা যাবে। টিকিটের ভাড়া মাত্র ৭৭০ টাকা। পুজোয় যাবেন নাকি?