Big Laddu: ৭৫১ কেজি ওজনের লাড্ডু তৈরি হল গণেশ পুজোয়, সেই লাড্ডু নিয়ে সারা শহরে ঘোরাও হল! কোথায়?

Last Updated:
Big Laddu: গণেশ পুজোয় বিরাট চমক। ৭৫১ কেজির লাড্ডু ভোগ গণপতিকে, এই লাড্ডু কোথায় তৈরি হল জানেন?
1/5
কালচিনি, অনন্যা দে : গণেশ পুজোয় বিরাট চমক কালচিনিতে। ৭৫১ কেজির লাড্ডু ভোগ গণপতিকে, এই লাড্ডু তৈরি করেছেন কালচিনি এলাকার বাসিন্দারা।
কালচিনি, অনন্যা দে : গণেশ পুজোয় বিরাট চমক কালচিনিতে। ৭৫১ কেজির লাড্ডু ভোগ গণপতিকে, এই লাড্ডু তৈরি করেছেন কালচিনি এলাকার বাসিন্দারা।
advertisement
2/5
কালচিনিতে ১২ দিন ধরে চলে গণেশ পুজো। শেষ দিন লাড্ডু প্রস্তুত করা হয়। এই লাড্ডু দেখতে ভিড় জমান সকলে। ডুয়ার্স এলাকায় এত বড় লাড্ডু কোথাও তৈরি হয়না বলেই জানা যায়।
কালচিনিতে ১২ দিন ধরে চলে গণেশ পুজো। শেষ দিন লাড্ডু প্রস্তুত করা হয়। এই লাড্ডু দেখতে ভিড় জমান সকলে। ডুয়ার্স এলাকায় এত বড় লাড্ডু কোথাও তৈরি হয়না বলেই জানা যায়।
advertisement
3/5
এই লাড্ডুর ওজন ৭৫১ কেজি। গত বছর থেকেই দেওয়া হচ্ছে এই বিশালকার লাড্ডুটি। এত বড় লাড্ডু ধরতেই লাগে ত্রিশ জন মানুষ।
এই লাড্ডুর ওজন ৭৫১ কেজি। গত বছর থেকেই দেওয়া হচ্ছে এই বিশালকার লাড্ডুটি। এত বড় লাড্ডু ধরতেই লাগে ত্রিশ জন মানুষ।
advertisement
4/5
লাড্ডু তৈরির কাজ শুরু হয় ভোর থেকে। চলে সন্ধ্যা পর্যন্ত। লাড্ডু সাজানো হয় বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে। লাড্ডুর ওজন এতটা বেশি হয়, যে পাত্রে তৈরি হয় ওটাই গণপতির সামনে রাখা হয়।
লাড্ডু তৈরির কাজ শুরু হয় ভোর থেকে। চলে সন্ধ্যা পর্যন্ত। লাড্ডু সাজানো হয় বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে। লাড্ডুর ওজন এতটা বেশি হয়, যে পাত্রে তৈরি হয় ওটাই গণপতির সামনে রাখা হয়।
advertisement
5/5
ভোগ শেষ হতেই এই বিশালকার লাড্ডু নিয়ে কালচিনি ঘুরে বেড়ানো হয়। ভোগ বিতরণ করা হয় পুণ্যার্থীদের। লাড্ডুর ছবি তুলতে জমে যায় ভিড়।
ভোগ শেষ হতেই এই বিশালকার লাড্ডু নিয়ে কালচিনি ঘুরে বেড়ানো হয়। ভোগ বিতরণ করা হয় পুণ্যার্থীদের। লাড্ডুর ছবি তুলতে জমে যায় ভিড়।
advertisement
advertisement
advertisement