ব্যাটারি থেকেই চলন্ত টোটোয় ভয়াবহ বিস্ফোরণ! ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ

Last Updated:
1/7
*মালদহে টোটো বিস্ফোরন কাণ্ডে রবিবার ঘটনাস্থল খতিয়ে দেখার পর ব্যাটারি বিস্ফোরনের বিষয়ে কার্যত নিশ্চিত ফরেনসিক বিশেষঞ্জরা। প্রকাশ্যে কিছু না বললেও জেলা পুলিশকে তাঁরা এমনই ইঙ্গিত দিয়ে গিয়েছেন বলে খবর। তবে কী কারণে ব্যাটারিতে বিস্ফোরন ঘটল তা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টেই।
*মালদহে টোটো বিস্ফোরন কাণ্ডে রবিবার ঘটনাস্থল খতিয়ে দেখার পর ব্যাটারি বিস্ফোরনের বিষয়ে কার্যত নিশ্চিত ফরেনসিক বিশেষঞ্জরা। প্রকাশ্যে কিছু না বললেও জেলা পুলিশকে তাঁরা এমনই ইঙ্গিত দিয়ে গিয়েছেন বলে খবর। তবে কী কারণে ব্যাটারিতে বিস্ফোরন ঘটল তা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টেই।
advertisement
2/7
*সম্ভবত ব্যাটারি থেকেই মালদহের চলন্ত টোটোতে বিস্ফোরন। পুলিশের প্রাথমিক দাবি ছিল এমনই। তবু তা নিশ্চিত হতে ফরেনসিক বিশেষঞ্জদের সাহায্য চাওয়া হয়েছিল। গত বুধবার ইংরেজবাজারের ঘোড়াপীড় এলাকায় ওই বিস্ফোরনের প্রায় ৯০ ঘন্টা পর রবিবার সকাল সোওয়া দশটা নাগাদ এলাকায় পৌঁছন দুই ফরেসনিক বিশেষজ্ঞ।
*সম্ভবত ব্যাটারি থেকেই মালদহের চলন্ত টোটোতে বিস্ফোরন। পুলিশের প্রাথমিক দাবি ছিল এমনই। তবু তা নিশ্চিত হতে ফরেনসিক বিশেষঞ্জদের সাহায্য চাওয়া হয়েছিল। গত বুধবার ইংরেজবাজারের ঘোড়াপীড় এলাকায় ওই বিস্ফোরনের প্রায় ৯০ ঘন্টা পর রবিবার সকাল সোওয়া দশটা নাগাদ এলাকায় পৌঁছন দুই ফরেসনিক বিশেষজ্ঞ।
advertisement
3/7
*এদিন ঘটনাস্থলে পৌছে ত্রিপলের আচ্ছাদন সরিয়ে টোটোর ধ্বংসস্তুপের ভেতর বিস্ফোরনের মূল উৎস খুঁজে বের করার চেষ্টা করেন দুই বিশেষজ্ঞ। ধ্বংসস্তুপ সরানোর পর দেখা যায় চালকের সিটের ঠিক পেছনে যাত্রী বসার আসনের নীচে ব্যাটারি দুটির কার্যত কোনও অস্তিত্বই নেই। এরপরেই ব্যাটারি বিস্ফোরনের বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
*এদিন ঘটনাস্থলে পৌছে ত্রিপলের আচ্ছাদন সরিয়ে টোটোর ধ্বংসস্তুপের ভেতর বিস্ফোরনের মূল উৎস খুঁজে বের করার চেষ্টা করেন দুই বিশেষজ্ঞ। ধ্বংসস্তুপ সরানোর পর দেখা যায় চালকের সিটের ঠিক পেছনে যাত্রী বসার আসনের নীচে ব্যাটারি দুটির কার্যত কোনও অস্তিত্বই নেই। এরপরেই ব্যাটারি বিস্ফোরনের বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
advertisement
4/7
*এদিন আগে থেকে এলাকায় আনিয়ে রাখা অন্য দুটি টোটোর কোথায় কিভাবে ব্যাটারি লাগানো রয়েছে তাও খুঁটিয়ে পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এরপর পুলিশ কর্তাদের সঙ্গে কথাবার্তা বলে কিছু নমুনা সংগ্রহ করে এলাকা ছাড়েন ।
*এদিন আগে থেকে এলাকায় আনিয়ে রাখা অন্য দুটি টোটোর কোথায় কিভাবে ব্যাটারি লাগানো রয়েছে তাও খুঁটিয়ে পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এরপর পুলিশ কর্তাদের সঙ্গে কথাবার্তা বলে কিছু নমুনা সংগ্রহ করে এলাকা ছাড়েন ।
advertisement
5/7
*যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তাঁরা। তবে বিস্ফোরনের কারণ ব্যাটারি হলেও ঠিক কীভাবে ব্যাটারি বিস্ফোরন হল? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা। তাছাড়া, ব্যাটারী বিস্ফোরন হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির সম্ভবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
*যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তাঁরা। তবে বিস্ফোরনের কারণ ব্যাটারি হলেও ঠিক কীভাবে ব্যাটারি বিস্ফোরন হল? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা। তাছাড়া, ব্যাটারী বিস্ফোরন হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির সম্ভবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
6/7
*শুধু তাই নয়, এভাবে চলন্ত অবস্থাতেই টোটোতে ব্যাটারি বিস্ফোরন ঘটলে তা চালক এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও মারাত্মক। জেলা পুলিশের এক কর্তা জানান, ব্যাটারিতে কেন বিস্ফোরন হয়েছে তা জানা যাবে ফরেনসিক রিপোর্ট হাতে পেলে। ত্রুটিপূর্ন ব্যাটারি হলে তাও অত্যন্ত বিপদজ্জনক।
*শুধু তাই নয়, এভাবে চলন্ত অবস্থাতেই টোটোতে ব্যাটারি বিস্ফোরন ঘটলে তা চালক এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও মারাত্মক। জেলা পুলিশের এক কর্তা জানান, ব্যাটারিতে কেন বিস্ফোরন হয়েছে তা জানা যাবে ফরেনসিক রিপোর্ট হাতে পেলে। ত্রুটিপূর্ন ব্যাটারি হলে তাও অত্যন্ত বিপদজ্জনক।
advertisement
7/7
*এ দিকে মালদহের সুজাপুরে যে দোকান থেকে দিন ১৫ আগে ওই টোটোর ব্যাটারিগুলি কেনা হয়েছিল তার বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার তদন্তে এরপর কিভাবে এগোনো হবে তা ঠিক করা হবে।
*এ দিকে মালদহের সুজাপুরে যে দোকান থেকে দিন ১৫ আগে ওই টোটোর ব্যাটারিগুলি কেনা হয়েছিল তার বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার তদন্তে এরপর কিভাবে এগোনো হবে তা ঠিক করা হবে।
advertisement
advertisement
advertisement