Scrub Typhus: ডেঙ্গির পাশাপাশি রাজ্যে থাবা বসাচ্ছে স্ক্রাব টাইফাস, হঠাৎ করে আতঙ্ক উঠল চরমে

Last Updated:
Scrub Typhus: এক দিকে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
1/5
ডেঙ্গির পাশাপাশি শহরে এবারে স্ক্র‍্যাব টাইফাসের থাবা! আক্রান্ত চার বছরের এক শিশু। আতঙ্ক গোটা শহরে। উদ্বিগ্ন পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে স্ক্র‍্যাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ওই শিশুটি। এক দিকে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এবার সেই তালিকায় সংযোজন হল স্ক্র‍্যাব টাইফাসের নাম। (তথ্য - পার্থ সরকার)
ডেঙ্গির পাশাপাশি শহরে এবারে স্ক্র‍্যাব টাইফাসের থাবা! আক্রান্ত চার বছরের এক শিশু। আতঙ্ক গোটা শহরে। উদ্বিগ্ন পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে স্ক্র‍্যাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ওই শিশুটি। এক দিকে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এবার সেই তালিকায় সংযোজন হল স্ক্র‍্যাব টাইফাসের নাম। (তথ্য - পার্থ সরকার)
advertisement
2/5
শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বিনয় মোড়ের বাসিন্দা চার বছরের এক শিশু ডেঙ্গু ও স্ক্র‍্যাব টাইফাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শিশুটি বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বিনয় মোড়ের বাসিন্দা চার বছরের এক শিশু ডেঙ্গু ও স্ক্র‍্যাব টাইফাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শিশুটি বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
3/5
গতকাল শিশুটির কাঁপুনি দিয়ে জ্বর ও বমি হলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শিশুটির রক্তের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।
গতকাল শিশুটির কাঁপুনি দিয়ে জ্বর ও বমি হলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শিশুটির রক্তের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।
advertisement
4/5
এর পরে ধরা পরে শিশুটি স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত। এরপর শিশুটির ম্যাক এলাইজা পরীক্ষা করলে ডেঙ্গুর রিপোর্ট পজেটিভ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।
এর পরে ধরা পরে শিশুটি স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত। এরপর শিশুটির ম্যাক এলাইজা পরীক্ষা করলে ডেঙ্গুর রিপোর্ট পজেটিভ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।
advertisement
5/5
তিনি গিয়ে গোটা এলাকায় স্প্রে এবং ফগিং করান। প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান মেয়র গৌতম দেব।
তিনি গিয়ে গোটা এলাকায় স্প্রে এবং ফগিং করান। প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান মেয়র গৌতম দেব।
advertisement
advertisement
advertisement