ডেঙ্গির পাশাপাশি শহরে এবারে স্ক্র্যাব টাইফাসের থাবা! আক্রান্ত চার বছরের এক শিশু। আতঙ্ক গোটা শহরে। উদ্বিগ্ন পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে স্ক্র্যাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ওই শিশুটি। এক দিকে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এবার সেই তালিকায় সংযোজন হল স্ক্র্যাব টাইফাসের নাম। (তথ্য - পার্থ সরকার)