চারটি কাশির সিরাপ! আর তার জন্যই মৃত্যু ৬৬ শিশুর, ভারতেই তৈরি ওষুধ নিয়ে আতঙ্ক

Last Updated:
যদিও সংস্থার তরফ থেকে এখনও কোনও উত্তর এই বিষয়ে মেলেনি৷
1/5
মারাত্মক বিপদ কাফ সিরাপে, আর তাতেই হঠাৎ হঠাৎ৷ মৃত্যুর খবর আসছে৷ সম্প্রতি গাম্বিয়ায় কাফ সিরাপ খাওয়ার পর মৃত্যু হয়েছে মোট ৬৬ শিশুর৷ কিন্তু এই ঘটনার সঙ্গেই নাকি জড়িয়ে রয়েছে ভারত৷ সেই কারণে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
মারাত্মক বিপদ কাফ সিরাপে, আর তাতেই হঠাৎ হঠাৎ৷ মৃত্যুর খবর আসছে৷ সম্প্রতি গাম্বিয়ায় কাফ সিরাপ খাওয়ার পর মৃত্যু হয়েছে মোট ৬৬ শিশুর৷ কিন্তু এই ঘটনার সঙ্গেই নাকি জড়িয়ে রয়েছে ভারত৷ সেই কারণে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
advertisement
2/5
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এই কাফ সিরাপের ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে কিডনির৷ আর সেই কিডনির ক্ষতির ফলে গাম্বিয়ায় মৃত্যু হয়েছে ৬৬ শিশুর৷ আর তাই নিয়েই এ বার পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এই কাফ সিরাপের ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে কিডনির৷ আর সেই কিডনির ক্ষতির ফলে গাম্বিয়ায় মৃত্যু হয়েছে ৬৬ শিশুর৷ আর তাই নিয়েই এ বার পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
3/5
হু-এর তরফ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে,  Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup ও Magrip N Cold Syrup নামে চারটি ওষুধেই সমস্যা রয়েছে৷
হু-এর তরফ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup ও Magrip N Cold Syrup নামে চারটি ওষুধেই সমস্যা রয়েছে৷
advertisement
4/5
আর সেই সতর্কবার্তা মোতাবেক কেন্দ্রীয় সরকার হরিয়ানার এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷
আর সেই সতর্কবার্তা মোতাবেক কেন্দ্রীয় সরকার হরিয়ানার এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷
advertisement
5/5
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে ড্রাগ কন্ট্রোল জেনারেল ইন্ডিয়াকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে৷ হরিয়ানার রেগুলেটরি অথিরিটিকেও পরবর্তীতে জানানো হয়েছে, তারপরেই স্থানীয় স্তরে তদন্ত শুরু হয়েছে৷
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে ড্রাগ কন্ট্রোল জেনারেল ইন্ডিয়াকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে৷ হরিয়ানার রেগুলেটরি অথিরিটিকেও পরবর্তীতে জানানো হয়েছে, তারপরেই স্থানীয় স্তরে তদন্ত শুরু হয়েছে৷
advertisement
advertisement
advertisement