দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon) ভারতের একাধিক এলাকায় পৌঁছে গিয়েছে৷ নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে দেশে পৌঁছেছে মৌসুমী বায়ু, এবার সেটা ধীরে ধীরে দেশের উত্তর প্রান্তে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে৷ এরইমধ্যে মৌসম বিভাগ (IMD) জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরপশ্চিম এলাকায় ধুলোর ঝড় বা আঁধি (Dust Storm) শুরু হয়ে যায়৷ এই সময়ে হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হবে৷
এদিকে পূর্ব ও মধ্য ভারতের একাধিক এলাকায় বিভিন্ন অংশে ১০ জুনের পর থেকে বৃষ্টি হবে৷ ১১ জুন থেকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে৷ ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ে এই প্রবল বৃষ্টি হবে৷ এছাড়া অরুণাচল প্রদেশে ৯ জুন , অসম ও মেঘালয়ে ১০ জুন অবধি, পশ্চিমবঙ্গের সব হিমালয়ান ক্ষেত্র ও সিকিমে ৯ জুন অবধি ভারী বৃষ্টি হবে৷ এছাড়া নাগাল্যান্ড. মণিপুর, মিজোরাম, ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷