Weather Alert: কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি, পশ্চিমাঞ্চলে আঁধির সতর্কতা জারি IMD

Last Updated:
কলকাতা ও বাংলায় আগামী কয়েকদিনে যা সতর্কতা জারি করল মৌসম ভবন দেখে নিন Weather Update এ৷
1/5
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon) ভারতের একাধিক এলাকায় পৌঁছে গিয়েছে৷ নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে দেশে পৌঁছেছে মৌসুমী বায়ু, এবার সেটা ধীরে ধীরে দেশের উত্তর প্রান্তে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে৷ এরইমধ্যে মৌসম বিভাগ (IMD) জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরপশ্চিম এলাকায় ধুলোর ঝড় বা আঁধি (Dust Storm) শুরু হয়ে যায়৷ এই সময়ে হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হবে৷
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon) ভারতের একাধিক এলাকায় পৌঁছে গিয়েছে৷ নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে দেশে পৌঁছেছে মৌসুমী বায়ু, এবার সেটা ধীরে ধীরে দেশের উত্তর প্রান্তে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে৷ এরইমধ্যে মৌসম বিভাগ (IMD) জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরপশ্চিম এলাকায় ধুলোর ঝড় বা আঁধি (Dust Storm) শুরু হয়ে যায়৷ এই সময়ে হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হবে৷
advertisement
2/5
আইএমডি -র খবর অনুযায়ি বুধবার লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটকের উপকূলবর্তী এলাকা, ছত্তিশগড়, বিদর্ভ, গোয়া. কোঙ্কণ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্ব রাজ্যগুলিতে বৃষ্টি হচ্ছে৷ সেখানে মুম্বইতে মঙ্গলবার একাধিক জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে৷ এর জেরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জল জমার সমস্যা হচ্ছে৷
আইএমডি -র খবর অনুযায়ি বুধবার লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটকের উপকূলবর্তী এলাকা, ছত্তিশগড়, বিদর্ভ, গোয়া. কোঙ্কণ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্ব রাজ্যগুলিতে বৃষ্টি হচ্ছে৷ সেখানে মুম্বইতে মঙ্গলবার একাধিক জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে৷ এর জেরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জল জমার সমস্যা হচ্ছে৷
advertisement
3/5
মৌসমবিভাগের খবর অনুযায়ি ১১ জুন থেকে বঙ্গোপসাগরের খাঁড়ির উত্তরদিকে নিম্নচাপ তৈরি হবে৷ এর জেরে দক্ষণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা.পশ্চিমবঙ্গ (Kolkata Weather), বিহার ও ঝাড়খণ্ডে ২ দিন বৃষ্টিপাতে সাহায্য করবে৷
মৌসমবিভাগের খবর অনুযায়ি ১১ জুন থেকে বঙ্গোপসাগরের খাঁড়ির উত্তরদিকে নিম্নচাপ তৈরি হবে৷ এর জেরে দক্ষণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা.পশ্চিমবঙ্গ (Kolkata Weather), বিহার ও ঝাড়খণ্ডে ২ দিন বৃষ্টিপাতে সাহায্য করবে৷
advertisement
4/5
এদিকে পূর্ব ও মধ্য ভারতের একাধিক এলাকায় বিভিন্ন অংশে ১০ জুনের পর থেকে বৃষ্টি হবে৷ ১১ জুন থেকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে৷ ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ে এই প্রবল বৃষ্টি হবে৷ এছাড়া অরুণাচল প্রদেশে ৯ জুন , অসম ও মেঘালয়ে ১০ জুন অবধি, পশ্চিমবঙ্গের সব হিমালয়ান ক্ষেত্র ও সিকিমে ৯ জুন অবধি ভারী বৃষ্টি হবে৷ এছাড়া নাগাল্যান্ড. মণিপুর, মিজোরাম, ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
এদিকে পূর্ব ও মধ্য ভারতের একাধিক এলাকায় বিভিন্ন অংশে ১০ জুনের পর থেকে বৃষ্টি হবে৷ ১১ জুন থেকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে৷ ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ে এই প্রবল বৃষ্টি হবে৷ এছাড়া অরুণাচল প্রদেশে ৯ জুন , অসম ও মেঘালয়ে ১০ জুন অবধি, পশ্চিমবঙ্গের সব হিমালয়ান ক্ষেত্র ও সিকিমে ৯ জুন অবধি ভারী বৃষ্টি হবে৷ এছাড়া নাগাল্যান্ড. মণিপুর, মিজোরাম, ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
5/5
উল্লেখ্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চারদিন দেরি করে উত্তরপূর্ব ভারতে পৌঁছেছে৷ এবার কেরলে মৌসুমী বায়ু ২ দিন দেরি করে ৩ জুন পৌঁছেছে৷ ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে তিন দিনের মধ্যে পুরো কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার কিছু এলাকাতে পৌঁছে যাবে৷
উল্লেখ্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চারদিন দেরি করে উত্তরপূর্ব ভারতে পৌঁছেছে৷ এবার কেরলে মৌসুমী বায়ু ২ দিন দেরি করে ৩ জুন পৌঁছেছে৷ ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে তিন দিনের মধ্যে পুরো কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার কিছু এলাকাতে পৌঁছে যাবে৷
advertisement
advertisement
advertisement