Water Turns Into Petrol: রাতারাতি জল হয়ে গেল পেট্রল? বালতি নিয়ে কুয়োয় ছুটলেন সবাই! সত্যি ফাঁস হতেই চমক!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Water Turns Into Petrol: কিছুক্ষণের মধ্যেই এলাকার লোকজন বালতি নিয়ে সেখানে ছুটে যান। সবাই কুয়ো থেকে পেট্রল নিতে শুরু করল। হইচই শুরু হতে এই খবর পুলিশের কানেও পৌঁছে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর যখন তদন্ত করা হয় তখন জানা যায় পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে ফুটো হয়ে যাচ্ছে। সেখান থেকে পেট্রোল ফুটো হয়ে পাশের ভোলু জৈনের বাড়ির কুয়োয় জমা হতে থাকে। কুয়ো থেকে যে তেল বের হচ্ছিল তা আসলে পেট্রোল পাম্প থেকে আসছিল। এটি একটি অলৌকিক ঘটনা ছিল না, এখন পাম্প মালিক লিকেজ ঠিক করতে ব্যস্ত।