অবশেষে ক্যামেরার সামনে ‘জাস্ট ম্যারেড’ বরুণ-নাতাশা ! ছবিতে উপচে পড়ল ছোট্টবেলার প্রেম
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
তাই বিয়ের সাজে বরুণ ও নাতাশার ছবি দেখাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ৷ অবশেষে ফ্যানেদের স্বপ্নপূরণ ঘটালেন বরুণ নিজেই ৷
advertisement
advertisement
advertisement
বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে রবিবার সকাল থেকেই গোটা বলিউডে হইহই কাণ্ড ৷ নাতাশা ও বরুণের বিয়ের ছবি দেখার জন্য হন্যে দিয়ে নেটপাড়ায় পড়ে রয়েছেন নেটিজেনরা ৷ তবে বরুণের কড়া নিষেধ ৷ নো মোবাইল ফোন ৷ যতক্ষণ না বরুণ-নাতাশা নিজে থেকে এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, ততক্ষণ ছবি দেখা প্রায় দুস্কর হয়ে উঠেছিল ৷ তবে শেষমেশ বরুণ তাঁর দুলহানিয়া নিয়ে ক্যামেরার সামনে আসলেন ৷ Photo; ANI