Varanasi Hotel: গঙ্গার তীরে ‘মৃত‍্যুর হোটেল’! ঘরে বসে মৃত‍্যুর দিন গোনেন বাসিন্দারা... কোথায় রয়েছে ? প্রতিদিনের ভাড়া কত জানেন?

Last Updated:
Varanasi Hotel:জানেন কি এমন একটি হোটেল রয়েছে এদেশেই, যেখানে মৃত‍্যুর আগে এসে থাকেন বয়স্করা।
1/6
ভারতে অনেক ধর্মীয় স্থান রয়েছে। এই সমস্ত ধর্মীয় স্থান গুলির গুরুত্বও অনেক। এই স্থানগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। এমনই একটি অতি পরিচিত ধর্মীয় স্থান হল বারাণসী।

ভারতে অনেক ধর্মীয় স্থান রয়েছে। এই সমস্ত ধর্মীয় স্থান গুলির গুরুত্বও অনেক। এই স্থানগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। এমনই একটি অতি পরিচিত ধর্মীয় স্থান হল বারাণসী।
advertisement
2/6
বারাণসীতে গঙ্গার তীরেই রয়েছে এই বিশেষ থাকার জায়গা। শুনে অবাক লাগলেও এমন একটি হোটেল সত‍্যিই রয়েছে। গঙ্গার তীরে এই বিশেষ হোটেলের বিশেষত্ব জানলে অবাক হবেন।
বারাণসীতে গঙ্গার তীরেই রয়েছে এই বিশেষ থাকার জায়গা। শুনে অবাক লাগলেও এমন একটি হোটেল সত‍্যিই রয়েছে। গঙ্গার তীরে এই  হোটেলের বিশেষত্ব জানলে অবাক হবেন।
advertisement
3/6
সচরাচর হোটেল মানেই মনে আসে কোথাও ঘুরতে যাওয়ার কথা। বাইরে কোথাও বেড়াতে গিয়ে থাকার জন‍্য বেশিরভাগের ভরসা কোনও ভাল হোটেল। কিন্তু জানেন কি এমন একটি হোটেল বা সরাইখানা রয়েছে এই ভূ-ভারতে, যেখানে মৃত‍্যুর আগে এসে থাকেন বয়স্করা।
সচরাচর হোটেল মানেই মনে আসে কোথাও ঘুরতে যাওয়ার কথা। বাইরে কোথাও বেড়াতে গিয়ে থাকার জন‍্য বেশিরভাগের ভরসা কোনও ভাল হোটেল। কিন্তু জানেন কি এমন একটি হোটেল বা সরাইখানা রয়েছে এই ভূ-ভারতে, যেখানে মৃত‍্যুর আগে এসে থাকেন বয়স্করা।
advertisement
4/6
এই বিশেষ হোটেল সম্পর্কে সোশ‍্যাল মিডিয়ায় জানালেন এক ইনফ্লুয়েন্সর। @realmetevice নামে ওই চ‍্যানেল থেকে পোস্ট করে জানালেন এই বিশেষ হোটেল সম্বন্ধে।
এই বিশেষ হোটেল সম্পর্কে সোশ‍্যাল মিডিয়ায় জানালেন এক ইনফ্লুয়েন্সর। @realmetevice নামে ওই চ‍্যানেল থেকে পোস্ট করে জানালেন এই বিশেষ হোটেল সম্বন্ধে।
advertisement
5/6
সোশ‍্যাল মিডিয়ায় ওই ব‍্যক্তি জানালেন, এই হোটেলে জীবনের একেবারে সায়াহ্নে এসেই পৌঁছান সকলে। বয়স্ক বৃদ্ধ, বৃদ্ধারা, অসুস্থ রোগী, চিকিত্সকরাও যাদের জানিয়েছেন তাঁদের হাতে আর বেশি সময় নেই।
সোশ‍্যাল মিডিয়ায় ওই ব‍্যক্তি জানালেন, এই হোটেলে জীবনের একেবারে সায়াহ্নে এসেই পৌঁছান সকলে। বয়স্ক বৃদ্ধ, বৃদ্ধারা, অসুস্থ রোগী, চিকিত্সকরাও যাদের জানিয়েছেন তাঁদের হাতে আর বেশি সময় নেই।
advertisement
6/6
তারা জীবনের শেষদিনগুলি কাটান এই হোটেলে। হোটেলের ভাড়াও খুব বেশি নয়। প্রতিদিনের ভাড়া মাত্র ২০ টাকা। ওই হোটেলের ঘরেই মৃত‍্যুর অপেক্ষায় দিন গোনেন বাসিন্দারা। ওই ইনফ্লুয়েন্সর জানাচ্ছেন, এমন হোটেলের সংখ‍্যা আরও বেড়েছে বারাণসীতে।

তারা জীবনের শেষদিনগুলি কাটান এই হোটেলে। হোটেলের ভাড়াও খুব বেশি নয়। প্রতিদিনের ভাড়া মাত্র ২০ টাকা। ওই হোটেলের ঘরেই মৃত‍্যুর অপেক্ষায় দিন গোনেন বাসিন্দারা। ওই ইনফ্লুয়েন্সর জানাচ্ছেন, এমন হোটেলের সংখ‍্যা আরও বেড়েছে বারাণসীতে।
advertisement
advertisement
advertisement