২০১৭ সালের এপের্ল মাস স্টেট ব্যাঙ্কের সঙ্গে অন্য পাঁচ ব্যাঙ্ক মিশে গিয়েছিল ৷ এর মধ্যে ছিল স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ ত্রাবণকৌর, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ভারতীয় মহিলা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছিল ৷
SIP বা EMI ক্ষেত্রে নতুন বিমার আবেদন পত্র পূরণ করতে হবে ৷ নতুন চেকবই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডও দেওয়া হবে, হোমলোন, পার্সোন্যাল লোন, কার লোনের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবেনা ৷ তবে বেশ কিছু শাখা অফিস বন্ধ হতে পারে ৷ এরফলে গ্রাহকদের নতুন শাখায় যেতে হতে পারে ৷ ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের পরে ইলেকট্রনিক্স ক্লিয়ারিং সার্ভিসের বা ইসিএস ও পরবর্তী সময়ের চেকগুলি ক্লিয়ার করতে হবে নিমেষেই ৷ প্রতীকী ছবি ৷