করোনা চিকিৎসায় আশার আলো বহুল প্রচলিত আইবুপ্রোফেনে, শুরু ট্রায়াল

Last Updated:
ব্যাথা কমাতে অব্যর্থ সস্তার এই পেন কিলার
1/6
আইবুপ্রোফেনে আশার আলো ৷ করোনার চিকিৎসায় আইবুপ্রোফেনের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৷ আইবুপ্রোফেনের ব্যবহার নিয়ে লন্ডনে গবেষণা ৷ পশুদের উপর আইবুপ্রোফেনের প্রয়োগ শুরু ৷ করোনা আক্রান্তের শ্বাসকষ্ট অন্যতম সমস্যা ৷ ব্যথার ওষুধ আইবুপ্রোফেন শ্বাসকষ্ট আটকায়৷ Photo- Representative
আইবুপ্রোফেনে আশার আলো ৷ করোনার চিকিৎসায় আইবুপ্রোফেনের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৷ আইবুপ্রোফেনের ব্যবহার নিয়ে লন্ডনে গবেষণা ৷ পশুদের উপর আইবুপ্রোফেনের প্রয়োগ শুরু ৷ করোনা আক্রান্তের শ্বাসকষ্ট অন্যতম সমস্যা ৷ ব্যথার ওষুধ আইবুপ্রোফেন শ্বাসকষ্ট আটকায়৷ Photo- Representative
advertisement
2/6
ব্যাথা কমানোর জন্য খুবই সস্তা একটি ওষুধ Ibuprofen৷ এই ওষুধের প্রয়োগে করোনার রোগীদের থেকে ভালো ফল আসতে পারে ৷ ব্রিটেনে রোগীদের ওপরও এর ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৷ এর আগেই জানুয়ারি মাসে বিশেষ রিসার্চেই সামনে এসেছিল এই ওষুধের প্রয়োগে ৮০ শতাংশ চান্স বাড়ে রোগীদের সুস্থতার ৷ বাজারে এই ওষুধের একটি -র দাম এক টাকার কাছাকাছি ৷Photo- Representative
ব্যাথা কমানোর জন্য খুবই সস্তা একটি ওষুধ Ibuprofen৷ এই ওষুধের প্রয়োগে করোনার রোগীদের থেকে ভালো ফল আসতে পারে ৷ ব্রিটেনে রোগীদের ওপরও এর ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৷ এর আগেই জানুয়ারি মাসে বিশেষ রিসার্চেই সামনে এসেছিল এই ওষুধের প্রয়োগে ৮০ শতাংশ চান্স বাড়ে রোগীদের সুস্থতার ৷ বাজারে এই ওষুধের একটি -র দাম এক টাকার কাছাকাছি ৷Photo- Representative
advertisement
3/6
তবে একদম শুরুর দিকে আইবুপ্রোফেনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ তখন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন এই ওষুধ করোনা সংক্রমিতদের সংক্রমণ বাড়িয়ে দেয় ৷Photo- Representative
তবে একদম শুরুর দিকে আইবুপ্রোফেনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ তখন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন এই ওষুধ করোনা সংক্রমিতদের সংক্রমণ বাড়িয়ে দেয় ৷Photo- Representative
advertisement
4/6
দ্য সানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লন্ডনের গাইজ এন্ড সেন্ট থমাস হাসপাতাল আর কিংগস কলেজের ডাক্তারদেরে দল এই পেনকিলার আর অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ করোনার রোগিদের পরিস্থিতি শুধরে দেয় ৷Photo- Representative
দ্য সানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লন্ডনের গাইজ এন্ড সেন্ট থমাস হাসপাতাল আর কিংগস কলেজের ডাক্তারদেরে দল এই পেনকিলার আর অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ করোনার রোগিদের পরিস্থিতি শুধরে দেয় ৷Photo- Representative
advertisement
5/6
ব্রিটেনে কিছু চিকিৎসকরা জানিয়েছেন এই ওষুধ দেওয়ার ফলে ভেন্টিলেটরে দেওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায় ৷ তাই করোনার নিয়মিত চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের আইবুপ্রোফেনও দেওয়া হচ্ছে ৷Photo- Representative
ব্রিটেনে কিছু চিকিৎসকরা জানিয়েছেন এই ওষুধ দেওয়ার ফলে ভেন্টিলেটরে দেওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায় ৷ তাই করোনার নিয়মিত চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের আইবুপ্রোফেনও দেওয়া হচ্ছে ৷Photo- Representative
advertisement
6/6
তবে করোনার জন্য আইবুপ্রোফেনের এক বিশেষ ধরণের ফর্মুলেশনই ব্যবহার করা হচ্ছে ৷ পাশাপাশি এও জানা গেছে প্যারাসিটামল যেরকম শরীরের ক্ষতি করে না ঠিক তেমনিই এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া কম ৷Photo- Representative
তবে করোনার জন্য আইবুপ্রোফেনের এক বিশেষ ধরণের ফর্মুলেশনই ব্যবহার করা হচ্ছে ৷ পাশাপাশি এও জানা গেছে প্যারাসিটামল যেরকম শরীরের ক্ষতি করে না ঠিক তেমনিই এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া কম ৷Photo- Representative
advertisement
advertisement
advertisement