গাছ পড়েছে, উড়েছে বাড়ির চাল, রাস্তাও আটকেছে! সাইক্লোন নিসর্গের সর্বশেষ খবর...

Last Updated:
তবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর আসেনি বলেই জানা গিয়েছে ৷
1/6
▪️তাণ্ডব চালাচ্ছে নিসর্গ৷ মহারাষ্ট্রের আলিবাগ, রায়গড়ে শুরু থেকেই ছিল এই ঘূর্ণিঝড়ের দাপট৷ একাধিক এলাকায় তছনছ হয়েছে গাছ, উড়েছে বাড়ির চাল৷
▪️তাণ্ডব চালাচ্ছে নিসর্গ৷ মহারাষ্ট্রের আলিবাগ, রায়গড়ে শুরু থেকেই ছিল এই ঘূর্ণিঝড়ের দাপট৷ একাধিক এলাকায় তছনছ হয়েছে গাছ, উড়েছে বাড়ির চাল৷
advertisement
2/6
▪️প্রচুর জায়গায় মাটি থেকে উপড়ে পড়ে গিয়েছে গাছ৷ ফলে রাস্তা আটকে গিয়েছে৷
▪️প্রচুর জায়গায় মাটি থেকে উপড়ে পড়ে গিয়েছে গাছ৷ ফলে রাস্তা আটকে গিয়েছে৷
advertisement
3/6
▪️মহারাষ্ট্রের রায়গড়ে জেলায় মোবাইল পরিষেবা বিপর্যস্ত৷ বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা৷
▪️মহারাষ্ট্রের রায়গড়ে জেলায় মোবাইল পরিষেবা বিপর্যস্ত৷ বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা৷
advertisement
4/6
▪️উড়েছে বাড়ির চাল৷ মাথার উপর থেকে ছাদ হারিয়ে অসহায় বহু মানুষ৷
▪️উড়েছে বাড়ির চাল৷ মাথার উপর থেকে ছাদ হারিয়ে অসহায় বহু মানুষ৷
advertisement
5/6
▪️তবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর আসেনি বলেই জানা গিয়েছে৷
▪️তবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর আসেনি বলেই জানা গিয়েছে৷
advertisement
6/6
▪️মুম্বইয়ের সান্টাক্রুজে ঝড়-বৃষ্টির ফলে নির্মীয়মাণ বাড়ি থেকে খসে পড়ে সিমেন্টের চাঁই৷ পাশের একটি চওলে ক্ষতি হয়৷
▪️মুম্বইয়ের সান্টাক্রুজে ঝড়-বৃষ্টির ফলে নির্মীয়মাণ বাড়ি থেকে খসে পড়ে সিমেন্টের চাঁই৷ পাশের একটি চওলে ক্ষতি হয়৷
advertisement
advertisement
advertisement