Mirzapur Train Accident: ফের ট্রেন অ্যাক্সিডেন্ট, দেব দীপাবলীর সকালেই গঙ্গাস্নানে যাওয়া পুণ্যার্থীদের পিষে দিল অন্যদিক থেকে আসা ট্রেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mirzapur Train Accident: সোমবার দক্ষিণ ভারতে হয়েছিল অ্যাক্সিডেন্ট আর মঙ্গলবার দেব দীপাবলীতে উত্তর ভারতে হল অ্যাক্সিডেন্ট
: মির্জাপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চার যাত্রী নিহত হয়েছেন। প্রাপ্ত খবর অনুসারে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেল কর্মকর্তাদের মতে, যাত্রীরা ট্রেনের প্ল্যাটফর্মের দিকে না নেমে ট্র্যাকের দিকে অর্থাৎ বিপরীত দিকে নেমেছিলেন, যেদিক দিয়ে আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছিল৷
advertisement
দেব দীপাবলি উপলক্ষ্যে বারাণসীতে গঙ্গা স্নান করতে যাওয়া ভক্তরা চুনার রেলস্টেশনে লাইন পার হচ্ছিলেন সেই সময়েই ট্রেনের ধাক্কায় নিহত হন। দুর্ঘটনায় আটজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর অনুসারে, সকলেই চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন। তারা সকলেই যাত্রীবাহী ট্রেনে করে চুনারে এসেছিলেন এবং বারাণসীগামী ট্রেন ধরার জন্য রেললাইন পার হচ্ছিলেন। আরপিএফ-রা বর্তমানে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছেন।
advertisement
advertisement
advertisement
