

যানবাহন যাতে বাধাহীন ভাবে যাতায়াত করতে পারে, তার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আগামী দু বছরের মধ্যে দেশের টোল প্লাজাগুলি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি৷ Photo-PTI


কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই সব যানবাহনের টোলের টাকা কেটে নেওয়া হবে৷ এর জন্য জিপিএস প্রযুক্তির ব্যবহার করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ Photo-Getty Images


বণিকসভা অ্যাসোচ্যাম-এর একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন নীতীন গড়কড়ি৷ তিনি জানিয়েছেন, রাশিয়া সরকারের সাহায্যে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবস্থা কার্যকর করা হবে৷ দেশের সমস্ত বাণিজ্যিক যানবাহনই জিপিএস ট্র্যাকিং-এর আওতায় রয়েছে৷ পুরোন যানবাহনগুলিতেও জিপিএস ডিভাইস লাগানোর কাজ দ্রুত শুরু করবে সরকার৷


জিপিএস প্রযুক্তি ব্যবহার করলে আগামী পাঁচ বছরে টোল বাবদ সরকারের আয় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলে দাবি করেছেন নীতীন গড়কড়ি৷ Photo-Reuters


বাধাহীন ভাবে যাতায়াতের জন্য এক বছর আগে থেকেই দেশের সমস্ত টোল প্লাজায় ফাস্টট্যাগ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে৷ এর ফলে জ্বালানি যেমন সাশ্রয় হচ্ছে, সেরকমই বায়ু দূষণও কমেছে৷