♦ ভরা কোটালে জলোচ্ছ্বাস দেখা যায় ৷ পূর্ণিমা কিংবা অমাবস্যায় ভরা কোটালের জেরে জলোচ্ছ্বাসের প্রবণতা থাকে ৷
2/ 5
♦ আজ অমাবস্যা ৷ তার উপর আজই এ রাজ্যে ওড়িশার দিক থেকে রাজ্যের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণী ৷ শক্তি খানিক কমলেও যতোটা কম বেগে ধেয়ে আসার কথা ছিল ততোটা কিন্তু হচ্ছে না ৷
3/ 5
♦ সন্ধে ৬টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেণী ৷ ১১৫ কিমি গতিবেগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আর অমাবস্যার জেরে এর প্রাবল্য আরও বেশি হতে পারে ৷
4/ 5
♦ এখন ফণী আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য ৷ পুরীকে লন্ডভন্ড করে দিয়েছে ভয়ঙ্কর এই ঝড় ৷ এখনও পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৬ জনের ৷ এ রাজ্যেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড়-বৃষ্টি ৷
5/ 5
♦ হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল বিকেল পর্যন্ত ফণীর প্রভাব থাকবে রাজ্যে ৷
♦ আজ অমাবস্যা ৷ তার উপর আজই এ রাজ্যে ওড়িশার দিক থেকে রাজ্যের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণী ৷ শক্তি খানিক কমলেও যতোটা কম বেগে ধেয়ে আসার কথা ছিল ততোটা কিন্তু হচ্ছে না ৷
♦ সন্ধে ৬টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেণী ৷ ১১৫ কিমি গতিবেগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আর অমাবস্যার জেরে এর প্রাবল্য আরও বেশি হতে পারে ৷
♦ এখন ফণী আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য ৷ পুরীকে লন্ডভন্ড করে দিয়েছে ভয়ঙ্কর এই ঝড় ৷ এখনও পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৬ জনের ৷ এ রাজ্যেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড়-বৃষ্টি ৷