Thalapathy Vijay Net Worth: সুপারস্টার থেকে জনপ্রিয় নেতা! তাঁর সভাতেই মৃত্যুমিছিল! জানেন বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ কত? অঙ্কটা শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Thalapathy Vijay Net Worth: দক্ষিণ ভারতের তামিলের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। মানুষ তাকে চেনেন থালাপতি বিজয় নামে। যে নামের সঙ্গে আছে আবার সুপারস্টার তকমা।
তামিল সুপারস্টার তথা টিভিকে প্রধান বিজয়ের রাজনৈতিক ‘রোড শো’। তাও শুরু হয়েছে দীর্ঘ ছ’ঘণ্টা দেরিতে। তামিলনাড়ুর কারুর জেলার ভেলুস্বামীপুরমের রাজপথে থিকথিকে ভিড়। প্রবল জনস্রোতে আচমকাই হারিয়ে যায় ন’বছরের এক বালিকা। স্বয়ং সুপারস্টার মাইক হাতে মেয়েটিকে খুঁজে দেওয়ার অনুরোধ জানান। ব্যস, তাতেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা।
advertisement
ভিড়ের মধ্যে প্রতিটি মানুষ ছুটে যাওয়ার চেষ্টা করেন শেষবার যেখানে ওই বালিকাকে দেখা গিয়েছে, সেই জায়গায়। তার জেরেই শুরু হয় হুড়োহুড়ি। সেই হুড়োহুড়ির মধ্যে পড়ে শনিবার রাত পৌনে ৮টা নাগাদ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। এদের মধ্যে রয়েছে ১৭ জন মহিলা ও ১০ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৯৫। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বয়ং তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সুব্রহ্মণ্যমের।
advertisement
দক্ষিণ ভারতের তামিলের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। মানুষ তাকে চেনেন থালাপতি বিজয় নামে। যে নামের সঙ্গে আছে আবার সুপারস্টার তকমা। তবে কেবল সিনেমাতে নয়, বাস্তব জীবনে বিজয় সত্যিকারের সুপারস্টার। সর্বশেষ তার রাজনৈতিক সমাবেশের পর সেটাই যেন প্রমাণিত হল। কিন্তু সেই সমাবেশেই মৃত্যুমিছিলে প্রবল চাপে তারকা নেতা।
advertisement
advertisement
চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় কাসুয়ারিনা ড্রাইভ স্ট্রিটে বিজয়ের সমুদ্রপাড়ের বাংলোর অবস্থান। এই বাংলোর ডিজাইন টম ক্রুজের সমুদ্রপাড়ের বাড়ি থেকে অনুপ্রাণিত। হাউজিং.কমের তথ্য অনুযায়ী, বাড়িটি আধুনিক স্থাপত্যশৈলীর। এর বাইরের দিকের সাদা রঙের সঙ্গে সমুদ্রের সৌন্দর্য যেন মিশে এক হয়েছে। বাড়িটি কেবল সমুদ্রের অসাধারণ দৃশ্য ফুটিয়ে তোলে না। বরং এটা বিজয়ের রুচি ও সফলতার গল্প বলে।
advertisement
বিজয়ের আর্থিক সাফল্য তার সিনেমার চিত্রনাট্যের মতোই চমকপ্রদ। ২০১৯ সাল থেকে তিনি কলিউডের শীর্ষ আয়কারীদের মধ্যে আছেন। তার বার্ষিক আয় ১০০ থেকে ১২০ কোটি টাকার মধ্যে। এটা মূলত সিনেমা ও ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া আয়। বিজয়ের আয়ের বড় অংশ আসে ধারাবাহিক বক্স অফিস হিট ও উচ্চ-প্রোফাইলের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।
advertisement
সিনেমার আয়ের পাশাপাশি বিজয়ের আয়ের একটি বড় অংশ আসে ব্র্যান্ড প্রমোশন থেকে। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি আছে। সেখান থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় হয়। এই এন্ডোর্সমেন্ট চুক্তি ভারতের বাজারে তার প্রভাব ও জনপ্রিয়তার প্রমাণ। বিজয়ের বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসা সুপরিচিত। তার সংগ্রহের বহরে বেশি কিছু বিলাসবহুল গাড়ি আছে।
advertisement
তার গাড়ির সংগ্রহে রয়েছে—রোলস রয়েস গোস্ট, বিএমডাব্লিউ এক্স৫ ও এক্স৬, অডি এ৮ এল, রেঞ্জ রোভার ইভোক, ফোর্ড মাস্ট্যাং, মার্সিডিজ বেঞ্জ জিএলএ, ভলভো এক্সসি৯০। এর মধ্যে রোলস রয়েস গোস্টের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা, অডি এ৮ এলের বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ টাকা, রেঞ্জ রোভার ইভোক ৬৫ লাখ টাকা, ফোর্ড মাস্ট্যাং ৭৪ লাখ টাকা, মার্সিডিজ বেঞ্জ জিএলএ, ৮৭ লাখ টাকা, ভলভো এক্সসি৯০ ৮৭ লাখ টাকা।
advertisement