States Lift Covid Restrictions: দেশে আবার স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি, কোথায় কোথায় তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
States Lift Covid Restrictions: গত কয়েক সপ্তাহে গুজরাতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুল ও কলেজগুলিতে শুধুমাত্র অফলাইন ক্লাস করানো হবে।
দেশে কমল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৬১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৯২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্য়ু ৫১০,৯০৫ জন। গতকালের থেকে ৪,৮৩৭ জন কম আক্রান্ত হয়েছেন শুক্রবার।
advertisement
কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় হরিয়ানা, উত্তরাখণ্ড এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্য কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে। ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রধান প্রশাসকদের জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে ভারতে করোনাগ্রাফ আরও কমবে। এমতাবস্থায় হরিয়ানা সরকার ১৬ ফেব্রুয়ারি থেকে সমস্ত কোভিড বিধি শিথিল করেছে। তবে বাসিন্দাদের সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে।
advertisement
advertisement
অসম ১৫ ফেব্রুয়ারি থেকে সমস্ত কোভিড-সম্পর্কিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে। তাদের দাবি, অসম হল দেশের প্রথম রাজ্য যারা সমস্ত কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করেছে। সামাজিক-ধর্মীয় সমাবেশ, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। তবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগমের জায়গায় নিয়মিত হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।
advertisement