Shimla: পাহাড়ের উপর অত্যাচার! উত্তরকাশীর পর বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সুন্দরী শিমলা? সাবধান

Last Updated:
Shimla: হিমাচল প্রদেশের রাজধানী শিমলার পরিবেশবিদেরা বলছেন, বিপদ ঘনিয়ে এসেছে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহরের ক্ষেত্রে৷
1/7
হিমাচল প্রদেশের রাজধানী শিমলার পরিবেশবিদেরা বলছেন, বিপদ ঘনিয়ে এসেছে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহরের ক্ষেত্রে৷ অনেকটা উত্তরাখণ্ডের মতোই এ শহরেও যখন-তখন বড় কোনও বিপর্যয় ঘটে যেতে পারে৷ আর তার জন্য দায়ী অপরিকল্পিত উন্নয়ন ও এই বারের বর্ষায় বিপুল ক্ষয়ক্ষতি৷ এই দু’টিকে যদি সামাল দেওয়া না যায়, তা হলে ভয়ানক বিপদের মুখে পড়তে পারে শিমলা৷
হিমাচল প্রদেশের রাজধানী শিমলার পরিবেশবিদেরা বলছেন, বিপদ ঘনিয়ে এসেছে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহরের ক্ষেত্রে৷ অনেকটা উত্তরাখণ্ডের মতোই এ শহরেও যখন-তখন বড় কোনও বিপর্যয় ঘটে যেতে পারে৷ আর তার জন্য দায়ী অপরিকল্পিত উন্নয়ন ও এই বারের বর্ষায় বিপুল ক্ষয়ক্ষতি৷ এই দু’টিকে যদি সামাল দেওয়া না যায়, তা হলে ভয়ানক বিপদের মুখে পড়তে পারে শিমলা৷
advertisement
2/7
ইতিমধ্যে এ বারের বর্ষায় প্রথমে জুলাই মাসের ৯ থেকে ১১ তারিখ, তারপর অগাস্ট মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বিপুল বৃষ্টি হয় শিমলায়৷ তার ফলে কোথাও কোথাও ধস নামে, কোথাও কোথাও হড়পা বানে ভেসে যায় এলাকা৷
ইতিমধ্যে এ বারের বর্ষায় প্রথমে জুলাই মাসের ৯ থেকে ১১ তারিখ, তারপর অগাস্ট মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বিপুল বৃষ্টি হয় শিমলায়৷ তার ফলে কোথাও কোথাও ধস নামে, কোথাও কোথাও হড়পা বানে ভেসে যায় এলাকা৷
advertisement
3/7
শিমলাতে এ বার ২১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে৷ বর্ষা বিদায় নিয়েছে নির্দিষ্ট দিনের ১২ দিন পর৷ এর পরেই শিমলার দু’টি বিপদের কথা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা৷ তাঁরা বলেছেন, নির্মাণকাজের ভারে নুইয়ে পড়েছে হিমালয়ের কোলে গড়ে ওঠা এই পাহাড়ি শহর৷
শিমলাতে এ বার ২১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে৷ বর্ষা বিদায় নিয়েছে নির্দিষ্ট দিনের ১২ দিন পর৷ এর পরেই শিমলার দু’টি বিপদের কথা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা৷ তাঁরা বলেছেন, নির্মাণকাজের ভারে নুইয়ে পড়েছে হিমালয়ের কোলে গড়ে ওঠা এই পাহাড়ি শহর৷
advertisement
4/7
কোথাও কোথাও উঁচু-উঁচু বাড়ি তোলা হয়েছে, যা এই হিমালয়ের মাটিকে করে দিয়েছে অত্যন্ত দুর্বল৷ এর ফলে পাহাড়ের মাটির বেঁধে থাকার শক্তি ক্রমে কমে আসছে৷ বছরের পর বছর ধরে লাগামছাড়া এই নির্মাণকাজের কারণে নড়বড় করতে শুরু করেছে পাহাড়৷
কোথাও কোথাও উঁচু-উঁচু বাড়ি তোলা হয়েছে, যা এই হিমালয়ের মাটিকে করে দিয়েছে অত্যন্ত দুর্বল৷ এর ফলে পাহাড়ের মাটির বেঁধে থাকার শক্তি ক্রমে কমে আসছে৷ বছরের পর বছর ধরে লাগামছাড়া এই নির্মাণকাজের কারণে নড়বড় করতে শুরু করেছে পাহাড়৷
advertisement
5/7
দ্বিতীয় কারণ হিসাবে বিজ্ঞানীরা বলছেন, খোলা বড় নর্দমা৷ কাঁচা নর্দমার কারণে জলের তোড়ে ক্রমে ধুয়ে যাচ্ছে পাহাড়ি মাটি৷ তাতে দুর্বল হচ্ছে পাশের পাহাড়ের বাঁধন৷ প্রবল বৃষ্টিতে জলের তোড়ে সেই মাটি ধুয়ে যাওয়ায় বাড়ছে ধসের সম্ভাবনা৷
দ্বিতীয় কারণ হিসাবে বিজ্ঞানীরা বলছেন, খোলা বড় নর্দমা৷ কাঁচা নর্দমার কারণে জলের তোড়ে ক্রমে ধুয়ে যাচ্ছে পাহাড়ি মাটি৷ তাতে দুর্বল হচ্ছে পাশের পাহাড়ের বাঁধন৷ প্রবল বৃষ্টিতে জলের তোড়ে সেই মাটি ধুয়ে যাওয়ায় বাড়ছে ধসের সম্ভাবনা৷
advertisement
6/7
প্রবল বৃষ্টির দাপটে যে স্লোপ তৈরি করা হয়, সেগুলি টিকছে না৷ ফলে সরাসরি আঘাত লাগছে মাটিতে৷ আর সেই মাটি ধুয়ে যাচ্ছে৷ ফলে গুড়ো পাথর শক্তি হারিয়ে আরও দূর্বল করে দিচ্ছে পাহাড়কে৷ এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তা হলে ভয়ানক মুশকিলে পড়তে হবে, নেমে আসবে বিপর্যয়৷
প্রবল বৃষ্টির দাপটে যে স্লোপ তৈরি করা হয়, সেগুলি টিকছে না৷ ফলে সরাসরি আঘাত লাগছে মাটিতে৷ আর সেই মাটি ধুয়ে যাচ্ছে৷ ফলে গুড়ো পাথর শক্তি হারিয়ে আরও দূর্বল করে দিচ্ছে পাহাড়কে৷ এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তা হলে ভয়ানক মুশকিলে পড়তে হবে, নেমে আসবে বিপর্যয়৷
advertisement
7/7
বিজ্ঞানীরা বলছেন, এর জন্য একটি স্পষ্ট নীতি তৈরি করা দরকার সরকারের৷ সেই নীতি মেনে যেন নির্মাণকার্য করা হয়৷ এক তলার বেশি উঁচু বাড়ি যেন তৈরিই না করা হয়৷ আর যেন সেই বাড়ির কাঠামো হয় হালকা৷ পাশাপাশি দেবদারু গাছের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে পাহাড়ে, সেগুলিও যেন আরও বেশি করে রাখা হয়৷
বিজ্ঞানীরা বলছেন, এর জন্য একটি স্পষ্ট নীতি তৈরি করা দরকার সরকারের৷ সেই নীতি মেনে যেন নির্মাণকার্য করা হয়৷ এক তলার বেশি উঁচু বাড়ি যেন তৈরিই না করা হয়৷ আর যেন সেই বাড়ির কাঠামো হয় হালকা৷ পাশাপাশি দেবদারু গাছের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে পাহাড়ে, সেগুলিও যেন আরও বেশি করে রাখা হয়৷
advertisement
advertisement
advertisement