দুই সীমান্তে একই সঙ্গে চাপ বাড়াচ্ছে পাকিস্তান ও চিন, তারমধ্যে প্রচুর পদ খালি ভারতীয় সেনায়!

Last Updated:
দুই প্রতিবেশী দেশের সঙ্গেই সীমান্ত সংঘাত জারি ভারতের তারমধ্যে বড় চিন্তার বিষয়
1/7
দ্য ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ যাঁরা Line of Actual Control বরাবর দেশের সীমান্ত প্রহরার কাজ করেন সেখানে তিন জন এডিজি লেভেল পোস্ট ও ইন্সপেক্টরের ৫০ শতাংশ জায়গা ফাঁকা রয়েছে ৷ আর এটাই এখন বড় চিন্তা প্রতিরক্ষা বাহিনীর ৷ Photo- FILE
দ্য ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ যাঁরা Line of Actual Control বরাবর দেশের সীমান্ত প্রহরার কাজ করেন সেখানে তিন জন এডিজি লেভেল পোস্ট ও ইন্সপেক্টরের ৫০ শতাংশ জায়গা ফাঁকা রয়েছে ৷ আর এটাই এখন বড় চিন্তা প্রতিরক্ষা বাহিনীর ৷ Photo- FILE
advertisement
2/7
এদিকে পাকিস্তান সীমান্তেও ছবিটা প্রায় একই ৷ সেখানেও প্রচুর পোস্ট ফাঁকা রয়েছে ৷ আইজি স্তরে মাত্র ২৭ শতাংশ নিযুক্তি রয়েছে ৷ অনুমতি রয়েছে ৪৫ জনের সেখানে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন ৷ দেশের দুই দিকের দুটি সীমান্ত রক্ষাকারী সুরক্ষাবলের দায়িত্বে একজনই ডিরেক্টর জেনারেল রয়েছেন ৷ এসএস দেশওয়াল মার্চ ২০২০ থেকে ডিজি বিএসএফ রয়েছেন ৷
এদিকে পাকিস্তান সীমান্তেও ছবিটা প্রায় একই ৷ সেখানেও প্রচুর পোস্ট ফাঁকা রয়েছে ৷ আইজি স্তরে মাত্র ২৭ শতাংশ নিযুক্তি রয়েছে ৷ অনুমতি রয়েছে ৪৫ জনের সেখানে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন ৷ দেশের দুই দিকের দুটি সীমান্ত রক্ষাকারী সুরক্ষাবলের দায়িত্বে একজনই ডিরেক্টর জেনারেল রয়েছেন ৷ এসএস দেশওয়াল মার্চ ২০২০ থেকে ডিজি বিএসএফ রয়েছেন ৷
advertisement
3/7
ভারতীয় সেনা অস্বীকার করেছে যে তাদের কোনও সেনাকে চিন আটকে রেখেছিল ৷ সম্প্রতি একটি খবর এসেছে যে ভারত চিনের লাদাখ সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশের দল পেট্রোলিং চালানোর সময় তার থেকে সেনাদের আটক করেছিল ৷ এই খবর তৈরি হয় কারণ বেশ দু সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় কার্যকলাপ বাড়িয়েছে চিন ৷ এরই জেরে দু দেশের সেনাদের মধ্যে গণ্ডগোলও হয়েছে ৷ Photo- File
ভারতীয় সেনা অস্বীকার করেছে যে তাদের কোনও সেনাকে চিন আটকে রেখেছিল ৷ সম্প্রতি একটি খবর এসেছে যে ভারত চিনের লাদাখ সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশের দল পেট্রোলিং চালানোর সময় তার থেকে সেনাদের আটক করেছিল ৷ এই খবর তৈরি হয় কারণ বেশ দু সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় কার্যকলাপ বাড়িয়েছে চিন ৷ এরই জেরে দু দেশের সেনাদের মধ্যে গণ্ডগোলও হয়েছে ৷ Photo- File
advertisement
4/7
সূত্রের খবর সীমান্তে অস্থিরতা বেশ কয়েকদিন ধরেই বাড়ছে তবে এই সেনা আটকের খবরকে ভুল বলা হয়েছে৷পাশাপাশি এই তথ্যকে এখনও অস্বীকার করা হয়নি সেনার পক্ষ থেকে ৷ সূত্রের খবর খুব অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল, তারপর তাদেরকে অস্ত্রও ফিরিয়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয় ৷ Photo- File
সূত্রের খবর সীমান্তে অস্থিরতা বেশ কয়েকদিন ধরেই বাড়ছে তবে এই সেনা আটকের খবরকে ভুল বলা হয়েছে৷পাশাপাশি এই তথ্যকে এখনও অস্বীকার করা হয়নি সেনার পক্ষ থেকে ৷ সূত্রের খবর খুব অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল, তারপর তাদেরকে অস্ত্রও ফিরিয়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয় ৷ Photo- File
advertisement
5/7
গত সপ্তাহে ভারত ও চিনের সেনা পূর্ব লাদাখে বেশ কঠিন গুলির লড়াইতে রত ছিল ৷ উত্তর সিকিমে নাকু লা -পাসের কাছে এই গুলির লড়াই হয়েছিল৷ মে মাসের ৫ তারিখে প্যানগগ লেকের উত্তর তীরে সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল যা পরদিন সকালে কথা বিনিময়ের পর থেমেছিল ৷সে সময় লড়াইতে দু পক্ষের সেনার চোট ও জখম হয়েছিল ৷ সে সময় দু পক্ষই একে অপরকে পাথর ছুঁড়েছিল ৷ যাতে প্রায় দু দিকেরই ২০০ সেনা যুক্ত হয়েছিলেন ৷ পরিস্থিতি সামলাতে সীমান্ত এলাকায় অতিরিক্তি সেনা মোতায়েন করা হয়৷Photo- File
গত সপ্তাহে ভারত ও চিনের সেনা পূর্ব লাদাখে বেশ কঠিন গুলির লড়াইতে রত ছিল ৷ উত্তর সিকিমে নাকু লা -পাসের কাছে এই গুলির লড়াই হয়েছিল৷ মে মাসের ৫ তারিখে প্যানগগ লেকের উত্তর তীরে সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল যা পরদিন সকালে কথা বিনিময়ের পর থেমেছিল ৷সে সময় লড়াইতে দু পক্ষের সেনার চোট ও জখম হয়েছিল ৷ সে সময় দু পক্ষই একে অপরকে পাথর ছুঁড়েছিল ৷ যাতে প্রায় দু দিকেরই ২০০ সেনা যুক্ত হয়েছিলেন ৷ পরিস্থিতি সামলাতে সীমান্ত এলাকায় অতিরিক্তি সেনা মোতায়েন করা হয়৷Photo- File
advertisement
6/7
তবে সেনা আটক করার খবর অসত্য জানালেও সীমান্তে চিনা সেনার কার্যকলাপ বেড়েছে তা জানিয়েছে ভারতীয় সেনা ৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC বরাবর তারা সেনা আরও বহাল করছে ৷ সম্প্রতি আসা একটি স্যাটেলাইটই ইমেজের ভিত্তিতে দেখা যাচ্ছে প্যানগং ও গ্যালওয়ান উপত্যকার কাছে নতুন করে ৬০ টি সেনা ছাউনি বাড়িয়েছে ৷ Photo- Collected
তবে সেনা আটক করার খবর অসত্য জানালেও সীমান্তে চিনা সেনার কার্যকলাপ বেড়েছে তা জানিয়েছে ভারতীয় সেনা ৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC বরাবর তারা সেনা আরও বহাল করছে ৷ সম্প্রতি আসা একটি স্যাটেলাইটই ইমেজের ভিত্তিতে দেখা যাচ্ছে প্যানগং ও গ্যালওয়ান উপত্যকার কাছে নতুন করে ৬০ টি সেনা ছাউনি বাড়িয়েছে ৷ Photo- Collected
advertisement
7/7
সীমান্ত এলাকা বরাবর ভারতের রাস্তা বানানো নিয়ে মোটেই খুশি নয় চিন ৷ তাই করোনা ভাইরাস , লকডাউনের আবহের মধ্যেই সীমান্তে নিজেদের কার্যকলাপ বাড়াচ্ছে চিন ৷ Photo- File
সীমান্ত এলাকা বরাবর ভারতের রাস্তা বানানো নিয়ে মোটেই খুশি নয় চিন ৷ তাই করোনা ভাইরাস , লকডাউনের আবহের মধ্যেই সীমান্তে নিজেদের কার্যকলাপ বাড়াচ্ছে চিন ৷ Photo- File
advertisement
advertisement
advertisement