২০০০ পদে কর্মী নিচ্ছে SBI, আবেদনের শেষ সুযোগ আজই

Last Updated:
1/6
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ পদে কর্মী নিয়োগ করতে চলেছে ৷ আগ্রহী হলে শীঘ্রই করুন আবেদন ৷ সময়সীমা শেষ হতে চলেছে ২২ এপ্রিল রাত ১২টায় ৷
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ পদে কর্মী নিয়োগ করতে চলেছে ৷ আগ্রহী হলে শীঘ্রই করুন আবেদন ৷ সময়সীমা শেষ হতে চলেছে ২২ এপ্রিল রাত ১২টায় ৷
advertisement
2/6
পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করবে এসবিআই ৷ শূন্যপদের সংখ্যা ২০০০ ৷ তিনটি পর্যায়ে চলবে কর্মী নিয়োগের প্রক্রিয়া ৷ প্রিলিমিনারি এক্সাম, মেইন পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ ৷ Photo: Collected
পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করবে এসবিআই ৷ শূন্যপদের সংখ্যা ২০০০ ৷ তিনটি পর্যায়ে চলবে কর্মী নিয়োগের প্রক্রিয়া ৷ প্রিলিমিনারি এক্সাম, মেইন পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ ৷ Photo: Collected
advertisement
3/6
 ২০০০ পদের মধ্যে ৮১০টি পদ সাধারণ চাকরিপ্রার্থীর, তপশিলী জাতি ও তপশিলী উপজাতির প্রার্থীর জন্য রয়েছে ৩০০ ও ১৫০টি পদ ৷ ওবিসি-দের জন্য ৫৪০টি পোস্ট রয়েছে ৷  প্রতীকী ছবি ৷
২০০০ পদের মধ্যে ৮১০টি পদ সাধারণ চাকরিপ্রার্থীর, তপশিলী জাতি ও তপশিলী উপজাতির প্রার্থীর জন্য রয়েছে ৩০০ ও ১৫০টি পদ ৷ ওবিসি-দের জন্য ৫৪০টি পোস্ট রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ হতেই হবে ৷
আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ হতেই হবে ৷
advertisement
5/6
বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর এবং প্রার্থীকে আবেদনের জন্য ন্যূনতম ২১ বছরের হতেই হবে ৷
বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর এবং প্রার্থীকে আবেদনের জন্য ন্যূনতম ২১ বছরের হতেই হবে ৷
advertisement
6/6
আবেদনের জন্য লগ ইন করতে হবে এসবিআই-এর সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ ৷ ক্লিক করতে হবে careers অপশনে ৷ সেখান থেকে important announcement section-এর recruitment of probation officers-এ ক্লিক করুন ৷ এরপর সামনে পাবেন Apply online অপশন ৷ সেখান থেকে ফর্ম ফিলাপ ও সমস্ত ডকুমেন্ট জমার কাজ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন ৷ আবেদনের জন্য আজ রাত ১১:৫৯ অবধি রয়েছে সময় ৷
আবেদনের জন্য লগ ইন করতে হবে এসবিআই-এর সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ ৷ ক্লিক করতে হবে careers অপশনে ৷ সেখান থেকে important announcement section-এর recruitment of probation officers-এ ক্লিক করুন ৷ এরপর সামনে পাবেন Apply online অপশন ৷ সেখান থেকে ফর্ম ফিলাপ ও সমস্ত ডকুমেন্ট জমার কাজ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন ৷ আবেদনের জন্য আজ রাত ১১:৫৯ অবধি রয়েছে সময় ৷
advertisement
advertisement
advertisement