‘এই ঘরেই জন্মেছিলেন ঠাকুমা’, ইন্দিরা গান্ধির স্মৃতিতে ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা

Last Updated:
1/5
♦ প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত গঙ্গাবক্ষে প্রচার শুরু করেছেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। আপাতত গঙ্গা পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ ঘুরে মানুষের কথা শুনতে চান তিনি। এরই মাঝে প্রয়াগরাজে তাঁদের পূর্বপুরুষদের বাড়িতেই রাত কাটালেন প্রিয়ঙ্কা। ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত গঙ্গাবক্ষে প্রচার শুরু করেছেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। আপাতত গঙ্গা পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ ঘুরে মানুষের কথা শুনতে চান তিনি। এরই মাঝে প্রয়াগরাজে তাঁদের পূর্বপুরুষদের বাড়িতেই রাত কাটালেন প্রিয়ঙ্কা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
♦ এমনকী যে ঘরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি যে ঘরে জন্মেছিলেন সেই ঘরেই রাত কাটালেন ৷ ছবি: ট্যুইটার ৷
♦ এমনকী যে ঘরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি যে ঘরে জন্মেছিলেন সেই ঘরেই রাত কাটালেন ৷ ছবি: ট্যুইটার ৷
advertisement
3/5
♦ প্রিয়াঙ্কা নিজের ট্যুইটারে স্মৃতি রোমন্থন করলেন ঠাকুমার। স্বরাজ ভবনের যে ঘরে ইন্দিরা জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরের একটি ছবিও ট্যুইট করেছেন।  অল্প বয়সের ইন্দিরার কিছু কিছু কথাও প্রিয়াঙ্কা উল্লেখ করেন তাঁর পোস্টে। তিনি লেখেন, ‘‘স্বরাজ ভবনে রয়েছি। সেই ঘরেই আজ থাকছি, যেখানে আমার ঠাকুমা ইন্দিরা জন্মগ্রহণ করেন।’’ -ফাইল চিত্র ৷
♦ প্রিয়াঙ্কা নিজের ট্যুইটারে স্মৃতি রোমন্থন করলেন ঠাকুমার। স্বরাজ ভবনের যে ঘরে ইন্দিরা জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরের একটি ছবিও ট্যুইট করেছেন। অল্প বয়সের ইন্দিরার কিছু কিছু কথাও প্রিয়াঙ্কা উল্লেখ করেন তাঁর পোস্টে। তিনি লেখেন, ‘‘স্বরাজ ভবনে রয়েছি। সেই ঘরেই আজ থাকছি, যেখানে আমার ঠাকুমা ইন্দিরা জন্মগ্রহণ করেন।’’ -ফাইল চিত্র ৷
advertisement
4/5
♦ এর পাশাপাশি স্মৃতি রোমন্থন করেন তিনি ৷ প্রিয়াঙ্কা আরও লেখেন,‘‘ঠাকুমা বলতেন, নির্ভীক হও, তাহলেই সবকিছু ভাল হবে।’’-ফাইল চিত্র ৷
♦ এর পাশাপাশি স্মৃতি রোমন্থন করেন তিনি ৷ প্রিয়াঙ্কা আরও লেখেন,‘‘ঠাকুমা বলতেন, নির্ভীক হও, তাহলেই সবকিছু ভাল হবে।’’-ফাইল চিত্র ৷
advertisement
5/5
♦ কমবয়সী ইন্দিরা প্রিয়দর্শিনীর সঙ্গে মহাত্মা গান্ধির একটি ছবিও ওই ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে। ছবি: ট্যুইটার ৷
♦ কমবয়সী ইন্দিরা প্রিয়দর্শিনীর সঙ্গে মহাত্মা গান্ধির একটি ছবিও ওই ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে। ছবি: ট্যুইটার ৷
advertisement
advertisement
advertisement