Kerala Couple Youtuber: রান্নার ভিডিওই এনে দিয়েছিল জনপ্রিয়তা, কেরলে ইউটিউবার দম্পতির রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার দেহ
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Kerala Couple Youtuber: প্রিয়া এবং সেলভারাজ ‘সেল্লু ফ্যামিলি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তাঁদের চ্যানেলে প্রায় ১৯ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। রয়েছে দশ হাজারের বেশি ভিডিও।
advertisement
জানা গিয়েছে, প্রিয়া এবং সেলভারাজ ‘সেল্লু ফ্যামিলি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তাঁদের চ্যানেলে প্রায় ১৯ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। রয়েছে দশ হাজারের বেশি ভিডিও। বেশিরভাগ ভিডিওই রান্নার।জানা গিয়েছে, প্রিয়া এবং সেলভারাজ ‘সেল্লু ফ্যামিলি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তাঁদের চ্যানেলে প্রায় ১৯ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। রয়েছে দশ হাজারের বেশি ভিডিও। বেশিরভাগ ভিডিওই রান্নার।
advertisement
advertisement
এই গান বিদায়ের গান। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গানের মাধ্যমেই নিজেদের উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়া এবং সেলভারাজ। পুলিশ জানিয়েছে, দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে এরনাকুলামে থাকেন। পেশায় হোম নার্সিং ট্রেনি। শুক্রবার রাতে শেষবার মা-বাবার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। শনিবার সকালে ফোন করলে আর কেউ ধরেনি।
advertisement
advertisement
advertisement
প্রতিবেশীরা জানিয়েছেন, প্রিয়া এবং সেলভারাজ কিছুটা মুখচোরা ছিলেন। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না। কথাবার্তা হত সামান্যই। দক্ষিণী সংবাদমাধ্যমকে মৃত দম্পতির এক প্রতিবেশী বলেছেন, “বাড়িতে প্রিয়ার মা আর তাঁদের ছেলেমেয়েরা ছাড়া আর কেউ আসত না। কোনও অতিথিকেও আসতে দেখিনি। মেয়ের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছিল। সবাই গিয়েছিলাম। তবে কথাটথা বিশেষ হয়নি।”
advertisement