

• প্রকৃতি নিজের রূপ, রস, গন্ধে এমনই রূপসী, যে তাঁর অপূর্ব সুন্দর সৌন্দর্যের কাছে মানুষ নিতান্তই এক মুগ্ধ দর্শক ছাড়া আর কিছু নয় । নিজের সন্তানদের নিয়ে প্রকৃতি মায়ের যেন ভরা সংসার । কখনও আমাদের দৌরাত্ম্যে তাঁর সেই সংসারে আঁচ লাগে ঠিকই । কিন্তু আবার নিজেকে মনের মতো করে গুছিয়ে নেয় সে ।


• এই ভরা বর্ষায় জাতীয় উদ্যান বা অভয়ারণ্যগুলি থাকে পর্যটকদের জন্য বন্ধ । বর্ষায় বিপদ যেমন থাকে, পাশাপাশি এই সময়টা বেশিরভাগ বন্যপ্রাণীর প্রজনন ঋতু । কর্ণাটকের মহীসূরের কাবিনি নগরহোল জাতীয় উদ্যান যেন গত কয়েকদিনে বনপশুপ্রেমী ও ফটোগ্রাফারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ।


• তাঁর প্রধান কারণ এই জঙ্গলের ব্ল্যাক প্যান্থারটি । ‘জঙ্গল বুক’-এর পাতা থেকে যেন জীবন্ত উঠে এসেছে বাঘিরা । সেই কালো বাঘের প্রতিটি মুড এখন ফোটোগ্রাফারদের দারুণ প্রিয় হয়ে গিয়েছে ।


• প্রায়ই বাঘিরার নানা আচরণ আর মুডের ছবি সোশ্যাল মিডিয়ার পর্দায় ফুটে উঠেছে । যা রীতিমতো ভাইরাল ।