সীমান্তে আক্রমণ পাক সেনার, শহীদ ভারতীয় জওয়ান, আহত আরও ৩

Last Updated:
সীমান্তে পাক সেনার গুলিতে পুঞ্চ ও রাজৌরিতে এক মাসেই ৩জনের মৃত্যু হল৷
1/5
▪️সীমান্ত লাগাতার গোলাবর্ষণ করছে পাক সেনা৷ লাইন অব কন্ট্রোল বারবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় চলছে গুলির লড়াই৷ জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও৷
▪️সীমান্ত লাগাতার গোলাবর্ষণ করছে পাক সেনা৷ লাইন অব কন্ট্রোল বারবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় চলছে গুলির লড়াই৷ জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও৷
advertisement
2/5
 ▪️সীমান্তে এই লড়াইয়ের ফলে ১ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন৷ আরও ৩জন আহত৷ Representative Image
▪️সীমান্তে এই লড়াইয়ের ফলে ১ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন৷ আরও ৩জন আহত৷ Representative Image
advertisement
3/5
▪️সূত্রের খবর, শনিবার রাত থেকে জোরদার লড়াই শুরু হয়েছে৷ শাহপুর-কেরনি সেক্টরে পাক সেনা হামলা শুরু করে৷ যার যোগ্য উত্তর দেয় ভারতও৷ Representative Image
▪️সূত্রের খবর, শনিবার রাত থেকে জোরদার লড়াই শুরু হয়েছে৷ শাহপুর-কেরনি সেক্টরে পাক সেনা হামলা শুরু করে৷ যার যোগ্য উত্তর দেয় ভারতও৷ Representative Image
advertisement
4/5
▪️সীমান্তে পাক সেনার গুলির ফলে পুঞ্চ ও রাজৌরিতে এক মাসেই ৩জনের মৃত্যু হল৷ জুনের ৪ তারিখ হাবলদার পি মাথিয়াজগনের মৃত্যু হয় পাক সেনার গুলিতে৷ ১০ জুন নায়ক গুরচরণ সিং-এর মৃত্যু হয় রাজৌরি সেক্টরে৷ Representative Image
▪️সীমান্তে পাক সেনার গুলির ফলে পুঞ্চ ও রাজৌরিতে এক মাসেই ৩জনের মৃত্যু হল৷ জুনের ৪ তারিখ হাবলদার পি মাথিয়াজগনের মৃত্যু হয় পাক সেনার গুলিতে৷ ১০ জুন নায়ক গুরচরণ সিং-এর মৃত্যু হয় রাজৌরি সেক্টরে৷ Representative Image
advertisement
5/5
▪️উত্তপ্ত হয়ে রয়েছে পীরপঞ্জল পাহাড়ের দু’ধার৷ শুক্রবার এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়৷ পাক গুলিতে বারমুল্লা জেলার উরি সেক্টরে দু’জন আহত হয়েছেন৷ Representative Image
▪️উত্তপ্ত হয়ে রয়েছে পীরপঞ্জল পাহাড়ের দু’ধার৷ শুক্রবার এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়৷ পাক গুলিতে বারমুল্লা জেলার উরি সেক্টরে দু’জন আহত হয়েছেন৷ Representative Image
advertisement
advertisement
advertisement