#PulwamaAttack : যন্ত্রণা-বিচ্ছেদ ! উত্তর থেকে দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিম, চোখের জলে বিদায় প্রিয়জনের

Last Updated:
1/6
ভালবাসার দিনে জীবনে চরমতম অন্ধকার নেমে আসবে ভাবতে পারেননি দেশের ৪২ জন শহিদ পরিবারের আত্মীয় স্বজনেরা ৷ স্বজন হারানোর যন্ত্রণায় কাঁদতে কাঁদতে যেন পাথর হয়ে গিয়েছেন বাড়ির লোকেরা ৷
ভালবাসার দিনে জীবনে চরমতম অন্ধকার নেমে আসবে ভাবতে পারেননি দেশের ৪২ জন শহিদ পরিবারের আত্মীয় স্বজনেরা ৷ স্বজন হারানোর যন্ত্রণায় কাঁদতে কাঁদতে যেন পাথর হয়ে গিয়েছেন বাড়ির লোকেরা ৷
advertisement
2/6
আর কোনও দিনও ঘরের ছেলের পিরে আসা হবে না সে যে চলে গিয়েছে অনেক দূরে ৷ তার বর্ণ-স্বর্শ সব কিছুই যেন কোথায় হারিয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ৷
আর কোনও দিনও ঘরের ছেলের পিরে আসা হবে না সে যে চলে গিয়েছে অনেক দূরে ৷ তার বর্ণ-স্বর্শ সব কিছুই যেন কোথায় হারিয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ৷
advertisement
3/6
পুলওয়ামা জঙ্গী হামলায় সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও শহিদ হয়েছেন দুই জন হাওড়ার বাবলু সাঁতরা ও নদিয়ার প্রদীপ বিশ্বাস ৷ বাবলুর, মা-স্ত্রীর বেদনা ও নদিয়ার সুদীপের মা-বোনের হাহাকার যেন একই প্রতিটি মায়ের কোল খালি হয়েছে মুছেছে সিঁথির সিঁদুর ৷
পুলওয়ামা জঙ্গী হামলায় সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও শহিদ হয়েছেন দুই জন হাওড়ার বাবলু সাঁতরা ও নদিয়ার প্রদীপ বিশ্বাস ৷ বাবলুর, মা-স্ত্রীর বেদনা ও নদিয়ার সুদীপের মা-বোনের হাহাকার যেন একই প্রতিটি মায়ের কোল খালি হয়েছে মুছেছে সিঁথির সিঁদুর ৷
advertisement
4/6
সে বাংলা হোক বা কর্নাটক, আসম হোক বা বিহার বা উত্তরপ্রদেশ প্রতিটি বাড়ির যন্ত্রণার কষ্ট কিন্তু একই ৷ সে সাদা হোক বা কালো, মন্দ হোক বা ভাল ৷ এই যন্ত্রণা ৪২টি পরিবারের যন্ত্রণা নয় ৷ এই যন্ত্রণা সারা দেশের আসলে কোল শূন্য হয়েছে বারত মায়ের ৷
সে বাংলা হোক বা কর্নাটক, আসম হোক বা বিহার বা উত্তরপ্রদেশ প্রতিটি বাড়ির যন্ত্রণার কষ্ট কিন্তু একই ৷ সে সাদা হোক বা কালো, মন্দ হোক বা ভাল ৷ এই যন্ত্রণা ৪২টি পরিবারের যন্ত্রণা নয় ৷ এই যন্ত্রণা সারা দেশের আসলে কোল শূন্য হয়েছে বারত মায়ের ৷
advertisement
5/6
দিনের পর দিন কাটত প্রিয়জনের বাড়ি ফেরার অপেক্ষায় ৷ প্রত্যেকেরই প্রিয়জন ফিরেছেন বাড়িতে তবে কফিনে শুয়ে ৷ ছিন্নভিন্ন হয়েছে দেহের বিভিন্ন অংশ ৷ রক্ত মাংসের শরীর যেন পরিমত হয়েছে মাংসপিণ্ডতে ৷
দিনের পর দিন কাটত প্রিয়জনের বাড়ি ফেরার অপেক্ষায় ৷ প্রত্যেকেরই প্রিয়জন ফিরেছেন বাড়িতে তবে কফিনে শুয়ে ৷ ছিন্নভিন্ন হয়েছে দেহের বিভিন্ন অংশ ৷ রক্ত মাংসের শরীর যেন পরিমত হয়েছে মাংসপিণ্ডতে ৷
advertisement
6/6
ভালবাসার মানুষ আজ অনেক দূরে চলে গিয়েছেন ঠিক তবে প্রতিটি মুহূর্তে চেতনে অবচেতনে তাঁরা ছিলেন, আছেন ও থাকবেন ৷ তাঁদের কাছে না পাওয়ার যন্ত্রণায় হয়ত কান্নায় ভিজবে কত রুমাল আজও ৷
ভালবাসার মানুষ আজ অনেক দূরে চলে গিয়েছেন ঠিক তবে প্রতিটি মুহূর্তে চেতনে অবচেতনে তাঁরা ছিলেন, আছেন ও থাকবেন ৷ তাঁদের কাছে না পাওয়ার যন্ত্রণায় হয়ত কান্নায় ভিজবে কত রুমাল আজও ৷
advertisement
advertisement
advertisement