কাল আন্দামানে ধেয়ে আসছে ‘পাবুক’, উত্তাল হবে সমুদ্র, ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনা

Last Updated:
1/6
পাবুকের জেরে রীতিমতো বিপর্যস্ত আন্দামান ৷ শুক্রবার থেকেই পাবুক ঝড়ের জেরে সমুদ্র উত্তাল ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকেই তুমুল বৃষ্টির সম্ভাবনা ৷  Photo: Collected
পাবুকের জেরে রীতিমতো বিপর্যস্ত আন্দামান ৷ শুক্রবার থেকেই পাবুক ঝড়ের জেরে সমুদ্র উত্তাল ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকেই তুমুল বৃষ্টির সম্ভাবনা ৷ Photo: Collected
advertisement
2/6
শুক্রবার থেকেই আন্দামানে সমুদ্র উত্তাল ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া ৷ আজ রাত থেকেই শুরু হবে বৃষ্টি ৷  Photo: Collected
শুক্রবার থেকেই আন্দামানে সমুদ্র উত্তাল ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া ৷ আজ রাত থেকেই শুরু হবে বৃষ্টি ৷ Photo: Collected
advertisement
3/6
 শনি থেকে সোম ভারী থেকে অতিভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিস জানিয়েছেন, ৫০-৮০ কিমি বেগে বইতে পারে ঝড় ৷  Photo: Collected
শনি থেকে সোম ভারী থেকে অতিভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিস জানিয়েছেন, ৫০-৮০ কিমি বেগে বইতে পারে ঝড় ৷ Photo: Collected
advertisement
4/6
রবিবার আন্দামান  সাগরে আছড়ে পড়ার পর মায়ানমারের দিকে যাবে পাবুক।
রবিবার আন্দামান সাগরে আছড়ে পড়ার পর মায়ানমারের দিকে যাবে পাবুক।
advertisement
5/6
রবিবার আন্দামান  সাগরে আছড়ে পড়ার পর মায়ানমারের দিকে যাবে ঘূর্নীঝড়।  Photo: Collected
রবিবার আন্দামান সাগরে আছড়ে পড়ার পর মায়ানমারের দিকে যাবে ঘূর্নীঝড়। Photo: Collected
advertisement
6/6
তবে পাবুকের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে না এই রাজ্যে ৷ আপাতত ৭২ ঘন্টা শীতের আমেজ চলছে চলবে। Photo: Collected
তবে পাবুকের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে না এই রাজ্যে ৷ আপাতত ৭২ ঘন্টা শীতের আমেজ চলছে চলবে। Photo: Collected
advertisement
advertisement
advertisement