Operation Smiling Buddha: গোটা বিশ্ব স্যালুট করেছিল ভারতকে! ক্ষমতা কাকে বলে, দেখিয়ে দিয়েছিল ভারত! ভয়ে কেঁপে উঠেছিল পাকিস্তান! অপারেশন স্মাইলিং বুদ্ধ কী জানেন? শুনে গর্ব হবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Operation Smiling Buddha: ভারতের এই অগ্রগতিতে শঙ্কিত হয়ে পড়েছিল অনেক দেশই। তাদের অন্যতম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন।
advertisement
তবে, ভারতের এই অগ্রগতিতে শঙ্কিত হয়ে পড়েছিল অনেক দেশই। তাদের অন্যতম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন। যারা পি-৫ নামেও পরিচিত। এই পাঁচ দেশকে আশ্বস্ত করতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পোখরানের সেই পরমাণু পরীক্ষাকে 'শান্তিপূর্ণ পরমাণু বিস্ফোরণ' বলে অভিহিত করেছিলেন।
advertisement
কোন পরিস্থিতিতে পরমাণু পরীক্ষা? ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি মানেই কিন্তু, বৃহৎ আকারের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনার সমাপ্তি ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া সেই সময় উভয়ের মতাদর্শগত এবং অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরের সঙ্গে বিভিন্ন দেশে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল। যাকে বিশ্বের ইতিহাস ঠান্ডা যুদ্ধ বলে।
advertisement
advertisement
পি-৫: ন্যূনতম শান্তি বজায় রাখার জন্য ১৯৬৮ সালে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যার নাম পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি বা এনপিটি। এই চুক্তির অধীনে পরমাণু অস্ত্রে বলীয়ান রাষ্ট্রগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় সেই সব দেশ ছিল, যারা ১৯৬৭ সালের ১ জানুয়ারির আগে পরমাণু অস্ত্র তৈরি বা পারমাণু অস্ত্রবাহী যন্ত্রপাতি তৈরি এবং বিস্ফোরণ ঘটিয়েছিল। এই দেশগুলোই পি-৫ তালিকাভুক্ত হয়।
advertisement
advertisement
advertisement
অপারেশন স্মাইলিং বুদ্ধর পরেই দেশে ও বিদেশেও ইন্দিরা গান্ধির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু, রাজা রামান্নার বিবৃতিতে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে ইন্দিরা সরকার। রামান্না বলেন, পোখরানে যে পরীক্ষা হয়েছে, তা পরমাণু বোমা ছিল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিস্ফোরণ মানে বিস্ফোরণ। বন্দুকের অর্থ বন্দুকই হয়। তা সে কারও বুক লক্ষ্য করে চালানো হোক কিংবা মাটির দিকে তাক করে চালানো দুটোই এক। এই পরীক্ষা কেবলমাত্র শান্তি বজায় রাখার জন্য নয়।