Elephant Attack: জল আনতে গিয়েছিলেন ৭০-র বৃদ্ধা, হাতি তার সঙ্গে যা যা করল...

Last Updated:
মহিলাকে নিয়ে ছিনিমিনি খেলল বুনো হাতি, তারপর শেষকৃত্যের সময় আরও মারাত্মকভাবে ফিরে এল বুনো হাতি...
1/4
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক মহিলাকে নিয়ে ছিনিমিনি খেলল হাতি৷ জঙ্গলি এক হাতি প্রথমে মহিলাকে মেরে ফেলে তারপরে সেই হাতিই তার অন্তিম সংস্কার হতে দিল না৷ হাতি প্রথমে মহিলাকে পায়ের চাপে মেরে ফেলে পরে অন্তিম সংস্কারের সময় শবদেহ চিতা থেকে উঠিয়ে ফেলে দেয়৷
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক মহিলাকে নিয়ে ছিনিমিনি খেলল হাতি৷ জঙ্গলি এক হাতি প্রথমে মহিলাকে মেরে ফেলে তারপরে সেই হাতিই তার অন্তিম সংস্কার হতে দিল না৷ হাতি প্রথমে মহিলাকে পায়ের চাপে মেরে ফেলে পরে অন্তিম সংস্কারের সময় শবদেহ চিতা থেকে উঠিয়ে ফেলে দেয়৷
advertisement
2/4
পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানায় মায়া মূর্মূ ৯ জুন সকালে রায়পাল গ্রামের টিউবওয়েল থেকে জল আনতে গিয়েছিলেন৷ তখন দলমা থেকে আসা এই বন্য হাতি আসে এবং তাঁকে আক্রমণ করে৷ মহিলাকে হাতি পা দিয়ে একেবারে থেঁতো করে দিয়েছিল৷
পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানায় মায়া মূর্মূ ৯ জুন সকালে রায়পাল গ্রামের টিউবওয়েল থেকে জল আনতে গিয়েছিলেন৷ তখন দলমা থেকে আসা এই বন্য হাতি আসে এবং তাঁকে আক্রমণ করে৷ মহিলাকে হাতি পা দিয়ে একেবারে থেঁতো করে দিয়েছিল৷
advertisement
3/4
এতেই শেষ নয় এরপর হাতি মহিলার শবদহ চিতে থেকে তুলে শুঁড় দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর পালায়৷ মায়া মুর্মুর অন্তিম সংস্কার করতে গিয়েছিল পরিবার৷ সেখানে ফের হঠাৎ করেই জঙ্গলি হাতি পৌঁছে যায়৷
এতেই শেষ নয় এরপর হাতি মহিলার শবদহ চিতে থেকে তুলে শুঁড় দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর পালায়৷ মায়া মুর্মুর অন্তিম সংস্কার করতে গিয়েছিল পরিবার৷ সেখানে ফের হঠাৎ করেই জঙ্গলি হাতি পৌঁছে যায়৷
advertisement
4/4
প্রত্যক্ষদর্শীদের মতে হাতি প্রথমে মহিলার শরীরটা চিতা থেকে তুলে নেয়৷ তারপর সেটিকে নিয়ে ফের তছনছ করে৷ তারপর সেটাকে ফেলে দেয়৷ এরপর হাতি সেখান থেকে চলে  যায়৷ এই মর্মান্তিক বিষয়ের কয়েক ঘণ্টা বাদে ওই মহিলার অন্তিম সংস্কার করা হয়৷
প্রত্যক্ষদর্শীদের মতে হাতি প্রথমে মহিলার শরীরটা চিতা থেকে তুলে নেয়৷ তারপর সেটিকে নিয়ে ফের তছনছ করে৷ তারপর সেটাকে ফেলে দেয়৷ এরপর হাতি সেখান থেকে চলে  যায়৷ এই মর্মান্তিক বিষয়ের কয়েক ঘণ্টা বাদে ওই মহিলার অন্তিম সংস্কার করা হয়৷
advertisement
advertisement
advertisement