ধীরুভাই আম্বানি স্কোয়ারে শুরু হল মিউজিক্যাল ফাউন্টেন শো, সশস্ত্রবাহিনীকে কুর্নিশ নীতার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ধীরুভাই আম্বানি স্কোযারে চালু হল মিউজিক্যাল ফাউন্টেন ৷ সেনা,পুলিশ, আরপিএফ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ এই মিউজিক্যাল ফাউন্টেন মূলত নীতা আম্বানির মস্তিষ্কপ্রসুত ৷ এবং এই অনুষ্ঠানের সূচনায় সকলকে ধন্যবাদ জানালেন নীতা আম্বানি ৷ আকাশ ও স্লোকার শুভ বিবাহে সকলের আশীর্বাদ কামনা করে নিলেন রিলায়ান্সে চেয়ারপার্সেন ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশন হয় ৷ নীতা আম্বানি জানিয়েছেন, ‘‘আমাদের আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি হয়েছি ৷ যাঁরা আমাদের দেশকে সুরক্ষিত রাখেন আর সবসময় আমাদের গর্বিত করে তোলেন, তাঁদের আশীর্বাদধন্য হতে চাই আমরা ৷ ধীরুভাই আম্বানি স্কয়্যারের এই মিউজিক্যাল ফাউন্টেইন যেন মুম্বইয়ের ভাইব্র্যান্ট সত্ত্বাটার পরিপূরক ৷’’