শনিবার Ministry of Road Transport and Highways জানিয়েছে, এবার থেকে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে একটি শর্তে ৷ ড্রাইভিংয়ের সময় ফোনের ব্যবহার করা যাবে শুধুমাত্র রুটস নেভিগেশন অর্থাৎ জিপিএস-এর মাধ্যমে রাস্তা খুঁজে বের করার ক্ষেত্রে ৷ তবে এতে চালকের মনসংযোগ যেন নষ্ট না হয় তার খেয়াল রাখতে হবে ৷
একইসঙ্গে মন্ত্রক তরফে এও স্পষ্ট করা হয়েছে যে ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহারের অনুমতি দেওয়ার মানে এই নয় যে গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা যাবে ৷ টু হুইলার বা ফোর হুইলার চালকদের সতর্ক করে মন্ত্রক জানিয়েছে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতে বলতে ধরা পড়লে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ৷
এছাড়া নয়া সড়ক পরিবহন আইনে একটু নতুন অ্যাক্ট জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় ৷ এই নতুন অ্যাক্ট অনুযায়ী ড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনসিওরেন্স পেপার ও পলিউশন সার্টিফিকেট-এর মত জরুরী কাগজপত্র সঙ্গে থাকা আর বাধ্যতামূলক নয় ৷ কারণ- ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালান সমেত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি পরীক্ষা ই-পোর্টালের মাধ্যমে পরীক্ষা করে নেওয়া হবে ৷
কীভাবে হবে ই-পোর্টালের মাধ্যমে এই কাজ, তাও বিস্তারিত জানিয়েছে পরিবহন মন্ত্রক ৷ কেন্দ্র সরকার একটি সফটওয়্যার এনেছে , ট্রাফিক পুলিশ কর্মীরা তার সাহায্যে গাড়ির সমস্ত নথি দেখে নিতে পারবেন ৷ পুলিশ কর্মীদের কাছে থাকা বিশেষ একটি মেশিনে বা মোবাইল ফোনের বিশেষ একটি অ্যাপসে গাড়ির নাম্বার দিলেই বেরিয়ে আসবে যাবতীয় ডকুমেন্ট ৷ এর মাধ্যমে কাটা যাবে ই-চালানও ৷