ভারতে একাধিক রাজ্যে বেড়েছে AIDS আক্রান্তের সংখ্যা, ছেলেদের থেকে মেয়ের সংখ্যা বেশি

Last Updated:
1/6
National AIDS Control Organisation (NACO)-র সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে AIDS আক্রান্তের সংখ্যা গড়ে কমলেও বিচ্ছিন্নভাবে বেশ কিছু রাজ্যে তা বেড়েছে ৷ এছাড়াও পুরুষের থেকে মহিলারা বেশি সংখ্যায় আক্রান্ত এই রোগে ৷  Photo Collected
National AIDS Control Organisation (NACO)-র সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে AIDS আক্রান্তের সংখ্যা গড়ে কমলেও বিচ্ছিন্নভাবে বেশ কিছু রাজ্যে তা বেড়েছে ৷ এছাড়াও পুরুষের থেকে মহিলারা বেশি সংখ্যায় আক্রান্ত এই রোগে ৷ Photo Collected
advertisement
2/6
ভারতে ২১.৪০ লাখ মানুষ AIDS-এ আক্রান্ত ৷ শতাংশের নিরিখে বেশ কিছু রাজ্যে বেড়েছে এই সংখ্যা ৷ অরুনাচল প্রদেশে প্রায় ৬৫%, অসমে ৩৭% ,  মিজোরামে  ১৮%, মেঘালয়ে ১০% এবং উত্তরাখান্ডে ৪% বেড়েছে AIDS আক্রান্তের সংখ্যা ৷ Photo Collected
ভারতে ২১.৪০ লাখ মানুষ AIDS-এ আক্রান্ত ৷ শতাংশের নিরিখে বেশ কিছু রাজ্যে বেড়েছে এই সংখ্যা ৷ অরুনাচল প্রদেশে প্রায় ৬৫%, অসমে ৩৭% , মিজোরামে ১৮%, মেঘালয়ে ১০% এবং উত্তরাখান্ডে ৪% বেড়েছে AIDS আক্রান্তের সংখ্যা ৷ Photo Collected
advertisement
3/6
যদিও মহারাষ্ট্রে রয়েছে সব চেয়ে বেশি আক্রান্তরা ৷ দেশের প্রায় ১৫% AIDS আক্রান্তই এই রাজ্যের ৷ Photo Collected
যদিও মহারাষ্ট্রে রয়েছে সব চেয়ে বেশি আক্রান্তরা ৷ দেশের প্রায় ১৫% AIDS আক্রান্তই এই রাজ্যের ৷ Photo Collected
advertisement
4/6
২০০৫ পর্যন্ত এই রোগের কারণের মৃত্যুর হার ছিল বেশি ৷ এরপর থেকেই তা কমতে থাকে ৷ ২০১০ থেকে গতবছর পর্যন্ত সেই হার কমেছে প্রতি বছরই ৷ প্রায় ৭১% কমেছে AIDS-এ মৃত্যু ৷ তবুও নির্মূল করা যায়নি এই মারণরোগ ৷ Photo Collected
২০০৫ পর্যন্ত এই রোগের কারণের মৃত্যুর হার ছিল বেশি ৷ এরপর থেকেই তা কমতে থাকে ৷ ২০১০ থেকে গতবছর পর্যন্ত সেই হার কমেছে প্রতি বছরই ৷ প্রায় ৭১% কমেছে AIDS-এ মৃত্যু ৷ তবুও নির্মূল করা যায়নি এই মারণরোগ ৷ Photo Collected
advertisement
5/6
তবে AIDS-এর কারণে মৃত্যুর হার বেড়েছে বিহার, ঝাড়খন্ড, হরিয়ানা, দিল্লি ও উত্তরাখান্ডে ৷ Photo Collected
তবে AIDS-এর কারণে মৃত্যুর হার বেড়েছে বিহার, ঝাড়খন্ড, হরিয়ানা, দিল্লি ও উত্তরাখান্ডে ৷ Photo Collected
advertisement
6/6
তথ্য বলছে আরও বেশি সচেতনতা বাড়ানোর প্রয়োজন ৷  আক্রান্তরা যাতে সঠিক এবং দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সেই নজরদারিও বাড়াতে হবে ৷ তাহলেই মিলবে ফল ৷ দেশ থেকে দূর করা যাবে এই রোগ ৷ Photo Collected
তথ্য বলছে আরও বেশি সচেতনতা বাড়ানোর প্রয়োজন ৷ আক্রান্তরা যাতে সঠিক এবং দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সেই নজরদারিও বাড়াতে হবে ৷ তাহলেই মিলবে ফল ৷ দেশ থেকে দূর করা যাবে এই রোগ ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement