ভারতে কি কবে ঢুকে পড়ল মাঙ্কিপক্স! সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ফেরা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পাওয়া গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই তথ্য জানিয়েছেন। তিন দিন আগে সেই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ওই ব্যক্তির পরীক্ষার রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে।