আমূল বাঁকবদল উচ্চশিক্ষার নিয়মে, কী শিখবেন স্নাতকের নতুন ছাত্ররা, জানুন বিশদে

Last Updated:
গোটা শিক্ষানীতিটাই ঢেলে সাজাল মোদি সরকার। কতটা বদলাল স্নাতক পড়ার ধরনধারণ, জানুন-
1/5
গত ৩৪ বছরে শিক্ষাকাঠামোও এতবড় রদবদল আসেনি। বুধবার বিকেলে গোটা শিক্ষানীতিটাই ঢেলে সাজাল মোদি সরকার। কতটা বদলাল স্নাতক পড়ার ধরনধারণ, জানুন-
গত ৩৪ বছরে শিক্ষাকাঠামোও এতবড় রদবদল আসেনি। বুধবার বিকেলে গোটা শিক্ষানীতিটাই ঢেলে সাজাল মোদি সরকার। কতটা বদলাল স্নাতক পড়ার ধরনধারণ, জানুন-
advertisement
2/5
কলেজ মাঝপথে ছেড়ে দেওয়া মানেই আর শিক্ষায় জলাঞ্জলি নয়। যতটুকু পড়া হয়েছে তার ভিত্তিতেই মিলবে শংসাপত্র। চার বছর পড়ার চারটি ধাপ, যথা সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ও অনার্স।
কলেজ মাঝপথে ছেড়ে দেওয়া মানেই আর শিক্ষায় জলাঞ্জলি নয়। যতটুকু পড়া হয়েছে তার ভিত্তিতেই মিলবে শংসাপত্র। চার বছর পড়ার চারটি ধাপ, যথা সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ও অনার্স।
advertisement
3/5
পড়া ছাড়তে বাধ্য হয়েও কেউ নতুন করে শুরু করতে চাইলে, আগের ধাপগুলি পড়ার দরকার নেই। প্রথম বর্ষ আগে পড়া থাকলে শুরু করা যেতে পারে দ্বিতীয় বর্ষ থেকেই।
পড়া ছাড়তে বাধ্য হয়েও কেউ নতুন করে শুরু করতে চাইলে, আগের ধাপগুলি পড়ার দরকার নেই। প্রথম বর্ষ আগে পড়া থাকলে শুরু করা যেতে পারে দ্বিতীয় বর্ষ থেকেই।
advertisement
4/5
এমফিলের কোনও গুরুত্বই থাকছে না। চাকরিমুখী পড়াশোনা হলে তিন বছরের ডিগ্রিই যথেষ্ট। স্নাতকোত্তর হবে১/২ বছরের। তারপর সরাসরি পিএইচডির সুযোগ।
এমফিলের কোনও গুরুত্বই থাকছে না। চাকরিমুখী পড়াশোনা হলে তিন বছরের ডিগ্রিই যথেষ্ট। স্নাতকোত্তর হবে১/২ বছরের। তারপর সরাসরি পিএইচডির সুযোগ।
advertisement
5/5
উচ্চশিক্ষায় নিয়ামক সংস্থা হবে একটিই। আলাদা করে ইউজিসি-র কোনও গুরুত্ব থাকবে না। উৎকর্ষের ভিত্তিতে সায়ত্ত্বশাসন পেতে পারে কলেজগুলি।
উচ্চশিক্ষায় নিয়ামক সংস্থা হবে একটিই। আলাদা করে ইউজিসি-র কোনও গুরুত্ব থাকবে না। উৎকর্ষের ভিত্তিতে সায়ত্ত্বশাসন পেতে পারে কলেজগুলি।
advertisement
advertisement
advertisement