Saurabh Murder News: খুনের আগে হয়েছিল কথা কাটাকাটি, তারপর রাগের বশে নৃশংস ভাবে সৌরভকে হত্যা করার পরে যা করেছিল মুসকান আর সাহিল...! চমকে উঠেছেন তদন্তকারীরাও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Meerut Murder News : পুলিশি জিজ্ঞাসাবাদে মুসকান জানিয়েছে যে, খুনের দিন তার এবং সৌরভের মধ্যে ঝগড়া হয়েছিল। কারণ সৌরভের থেকে বিবাহবিচ্ছেদ পেতে মরিয়া হয়ে উঠেছিল সে। কিন্তু জেদের বশে তাকে বিবাহবিচ্ছেদ দিচ্ছিলেন না সৌরভ। সেই ২০২১ সাল থেকে ঝুলে রয়েছে তাদের বিবাহবিচ্ছেদের মামলা। পুলিশের কাছে মুসকান এ-ও কবুল করেছে যে, সে সাহিলকে পছন্দ করত।
advertisement
এমনিতে চলতি মাসে মেরঠের সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের নৃশংসতা দেখে শিউরে উঠেছেন গোটা দেশের মানুষ। যেভাবে এই খুনটি করা হয়েছে, তা রীতিমতো শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নামাবে। সৌরভকে খুনের পর তার দেহ টুকরো টুকরো করে কেটে তার অর্ধেক অংশ প্রথমে একটি নীল রঙের ড্রামে ভরা হয়। তারপর সিমেন্ট দিয়ে ড্রামের মুখ এঁটে দেওয়া হয়েছিল। আর এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে সৌরভেরই স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল শুক্লার দিকে।
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে মুসকান জানিয়েছে যে, খুনের দিন তার এবং সৌরভের মধ্যে ঝগড়া হয়েছিল। কারণ সৌরভের থেকে বিবাহবিচ্ছেদ পেতে মরিয়া হয়ে উঠেছিল সে। কিন্তু জেদের বশে তাকে বিবাহবিচ্ছেদ দিচ্ছিলেন না সৌরভ। সেই ২০২১ সাল থেকে ঝুলে রয়েছে তাদের বিবাহবিচ্ছেদের মামলা। পুলিশের কাছে মুসকান এ-ও কবুল করেছে যে, সে সাহিলকে পছন্দ করত। আর এ কথা সৌরভের অজানা ছিল না।
advertisement
advertisement
এদিকে জেলে থাকাকালীন মুসকান কিংবা সাহিলের সঙ্গে দেখা করতে আসেননি তাদের পরিবারের কোনও সদস্যই। সেই কারণে নিজেদের পক্ষ আদালতে উত্থাপন করার জন্য তারা দুজনেই একজন পাবলিক প্রসিকিউটরের দাবি জানিয়েছেন। এদিকে মুসকানের মা-বাবা অবশ্য নিজেরাই মুসকানের ফাঁসির দাবি তুলেছেন। বলে রাখা ভাল যে, মুসকান আর সৌরভের এক কন্যাসন্তান রয়েছে। যার নাম পিহু।
advertisement