দিবারাত্রি হামলার মুখোমুখি ! একসঙ্গে ৭৬ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন

Last Updated:
1/7
সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ হয়েছেন ৪২ জওয়ান ৷ সারা দেশের নেমেছে হাহাকার কত মায়ের কোল হয়েছে শূন্য ৷ তবে শুধুই পুলওয়ামা নয় দেশের আরও অনেক প্রান্ত আছে যেখানে সিরআপিএফ জওয়ানেরা দিবারাত্রি মুখোমুখি হয়ে থাকেন ভয়াঙ্কর হামলার ৷
সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ হয়েছেন ৪২ জওয়ান ৷ সারা দেশের নেমেছে হাহাকার কত মায়ের কোল হয়েছে শূন্য ৷ তবে শুধুই পুলওয়ামা নয় দেশের আরও অনেক প্রান্ত আছে যেখানে সিরআপিএফ জওয়ানেরা দিবারাত্রি মুখোমুখি হয়ে থাকেন ভয়াঙ্কর হামলার ৷
advertisement
2/7
৬ এপ্রিল ছত্তীসগড়ে মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ৭৬ জন জওয়ান ৷ এই হামলা এখনও পর্যন্ত এমন হামলা যেখানে সব থেকে বেশি সিআরপিএপ জওয়ানেরা প্রাণ হারিয়েছিলেন ৷ দান্তেওয়াড়া জেলার তাড়মেটলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল ৷
৬ এপ্রিল ছত্তীসগড়ে মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ৭৬ জন জওয়ান ৷ এই হামলা এখনও পর্যন্ত এমন হামলা যেখানে সব থেকে বেশি সিআরপিএপ জওয়ানেরা প্রাণ হারিয়েছিলেন ৷ দান্তেওয়াড়া জেলার তাড়মেটলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল ৷
advertisement
3/7
৬ এপ্রিল সকালে দান্তেওয়াড়ার তাড়মেটলায় প্রায় ১৫০ সিআরপিএফ অভিযানে বেরিয়েছিলেন অভিযান থেকে ফেরার সময়ে সাধারণত জওয়ানেরা ক্লান্ত ও শ্রান্ত থাকেন তাঁদের ক্লান্তির ফায়দা তুলেছিল ৷ একটি ধামাকায় অন্ধকার হয়েছিল চারদিক ৷
৬ এপ্রিল সকালে দান্তেওয়াড়ার তাড়মেটলায় প্রায় ১৫০ সিআরপিএফ অভিযানে বেরিয়েছিলেন অভিযান থেকে ফেরার সময়ে সাধারণত জওয়ানেরা ক্লান্ত ও শ্রান্ত থাকেন তাঁদের ক্লান্তির ফায়দা তুলেছিল ৷ একটি ধামাকায় অন্ধকার হয়েছিল চারদিক ৷
advertisement
4/7
১,০০০ মাওবাদী হামলা করেছিল ঘটনায় ৭৬ জওয়ান শহিদ হয়েছিলেন ৷ ৮ মাওবাদী হয়েছিল নিহত ৷ হামলার পরে জওয়ানদের সব হাতিয়ার কেড়ে নিয়েছিল মাওবাদীরা ৷ এটাই এখনও পর্যন্ত সিআরফিএফ জওয়ানদের উপরে হওয়া সব থেকে বড় ঘাতক হামলা ৷
১,০০০ মাওবাদী হামলা করেছিল ঘটনায় ৭৬ জওয়ান শহিদ হয়েছিলেন ৷ ৮ মাওবাদী হয়েছিল নিহত ৷ হামলার পরে জওয়ানদের সব হাতিয়ার কেড়ে নিয়েছিল মাওবাদীরা ৷ এটাই এখনও পর্যন্ত সিআরফিএফ জওয়ানদের উপরে হওয়া সব থেকে বড় ঘাতক হামলা ৷
advertisement
5/7
ছত্তীসগড়ের সুকমা জেলায় ১৩ মার্চ ২০১৮ সালে বড় মাওবাদী হামলা হয়েছিল ৷ সেই হামলায় ৯ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন ৷ আহত হয়েছিলেন ২৫ জওয়ান ৷
ছত্তীসগড়ের সুকমা জেলায় ১৩ মার্চ ২০১৮ সালে বড় মাওবাদী হামলা হয়েছিল ৷ সেই হামলায় ৯ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন ৷ আহত হয়েছিলেন ২৫ জওয়ান ৷
advertisement
6/7
১১ মার্চ ২০১৭ সালে ফের একটি বড় মাওবাদী হামলা হয়েছিল বস্তরে ৷ সিআরপিএফ এক সিআরপিএফ পার্টিতে হামলা করেছিল ৷ ১১ জওয়ান শহিদ হয়েছিলেন ৷ শহিদ জওয়ানদের অস্ত্র ও মোবাইল কেড়ে নিয়েছিল দুষ্কৃতীরা ৷
১১ মার্চ ২০১৭ সালে ফের একটি বড় মাওবাদী হামলা হয়েছিল বস্তরে ৷ সিআরপিএফ এক সিআরপিএফ পার্টিতে হামলা করেছিল ৷ ১১ জওয়ান শহিদ হয়েছিলেন ৷ শহিদ জওয়ানদের অস্ত্র ও মোবাইল কেড়ে নিয়েছিল দুষ্কৃতীরা ৷
advertisement
7/7
২৪ এপ্রিল ২০১৭ সালে সুকমায় ফের মাওবাদী আক্রমণে শহিদ হয়েছিল ২৫ সিআরপিএফ জওয়ান ৷ সকালে সেনা অভিযানের থেকে ফেরার পথে হয়েছিল বলেই জানা গিয়েছে ৷
২৪ এপ্রিল ২০১৭ সালে সুকমায় ফের মাওবাদী আক্রমণে শহিদ হয়েছিল ২৫ সিআরপিএফ জওয়ান ৷ সকালে সেনা অভিযানের থেকে ফেরার পথে হয়েছিল বলেই জানা গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement