পেট্রোল-ডিজেলের দামে সামান্যতম হ্রাসে কিছুটা আসার আলো আম জনতা দেখতে পেলেও ৷ গ্যাসের দাম বাড়ায় আপাতত মাথায় হাত মধ্য়বিত্তের ৷ এখন থেকে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডারের দামে ২.৩৪ টাকা ও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে ৷ বাণিজ্য়িক ক্ষেত্রে সিলিন্ডার প্রতি ৭৭ টাকা দাম বেড়েছে ৷ সংগৃহীত ছবি ৷