Lata Mangeshkar Last Rites: চোখের জলে বিদায়...! শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lata Mangeshkar Last Rites Live: মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধ্যে সাড়ে ছটায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
করোনা বিধির মেনেই মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষবেলার প্রস্তুতি চলছে। পরিবারের তরফে শিবাজি পার্কে শেষকৃত্যের কথা ঘোষণার পরই তোড়জোর শুরু হয়ে যায়। মঞ্চ বাঁধাও শেষ। আর তো মাত্র কয়েক ঘণ্টা। তার পরই সবার প্রিয় লতাদির পার্থিব শরীর পঞ্চভূতে বিলীন হবে। তবে তাঁর মতো শিল্পী ও তাঁর শিল্পকলা ভক্তদের মনে থেকে যাবে আজীবন।