কুম্ভমেলা ২০১৯: সাজ সাজ রব এলাহাবাদে

Last Updated:
1/6
২০১৯ সালের কুম্ভ মেলার 'শাহি স্নান' ১৫ জানুয়ারি। এখন থেকেই সে জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। (Image: AP)
২০১৯ সালের কুম্ভ মেলার 'শাহি স্নান' ১৫ জানুয়ারি। এখন থেকেই সে জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। (Image: AP)
advertisement
2/6
গোটা বিশ্বের ধর্মপ্রাণ হিন্দুরা এই কুম্ভে যোগদান করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা আসবে এই কুম্ভে যোগ দিতে (Image: AP)
গোটা বিশ্বের ধর্মপ্রাণ হিন্দুরা এই কুম্ভে যোগদান করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা আসবে এই কুম্ভে যোগ দিতে (Image: AP)
advertisement
3/6
কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। (Image: AP)
কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। (Image: AP)
advertisement
4/6
প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর অন্তর চার জায়গার কোথাও না কোথাও কুম্ভমেলা বসছে, তা সে পূর্ণই হোক বা অর্ধ। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ (Image: AP)
প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর অন্তর চার জায়গার কোথাও না কোথাও কুম্ভমেলা বসছে, তা সে পূর্ণই হোক বা অর্ধ। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ (Image: AP)
advertisement
5/6
কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। (Image: AP)
কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। (Image: AP)
advertisement
6/6
বলা হয় সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাঁড়ি পাওয়ার পর দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন, তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল যে চার জায়গায়, সেখানেই বসে কুম্ভমেলা। (Image: AP)
বলা হয় সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাঁড়ি পাওয়ার পর দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন, তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল যে চার জায়গায়, সেখানেই বসে কুম্ভমেলা। (Image: AP)
advertisement
advertisement
advertisement