Kerala Floods: ভয়ঙ্কর দুর্যোগে টালমাটাল ভগবানের আপন দেশ কেরল! এখনও পর্যন্ত মৃত ১০, নিখোঁজ বহু মানুষ | IN PICS
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kerala Floods: প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কার্যত তছনছ অবস্থা দক্ষিণের এই রাজ্যের।
প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারনে কার্যত তছনছ অবস্থা দক্ষিণের এই রাজ্যের। বিভিন্ন জায়গাতে নেমেছে হড়পা বান এবং ধস। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠেছে। সাধারণ মানুষকে বাঁচানোর জন্যে আমরা সবদিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের এক আধিকারিক।
advertisement
advertisement
advertisement
স্থল পথে তো বটেই, আকাশ পথে এয়ার লিফট করে বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে। বন্যা বিধ্বস্ত জায়গাগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। খোলা হয়েছে ত্রাণ শিবির। সবথেকে খারাপ অবস্থা কেরলের কোট্টায়াম ও ইদ্দুকিতে। প্রবল দুর্যোগে ভাসছে গোটা এলাকা। কেরলের একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। শনিবার সকাল থেকেই ওই সব জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত।
advertisement
advertisement
কেরলের পাঁচ জেলা পাঠানামথিত্তা, কোট্টায়াম, এরনাকুলম, ইদুক্কি ও ত্রিশূরে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়ে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে।
advertisement
advertisement
কারণ এর আগেও এহেন ভয়ঙ্কর বন্যা দেখেছে কেরল। ২০১৮ এবং ২০১৯ সালের পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই রাজ্যের। আর সেই বিষয়টিকে তুলে ধরেই সবাইকে শান্ত থাকার রার্তা রাজ্য প্রশাসনের। তবে মৌসম ভবন জানাচ্ছে, আজ রবিবার থেকেই রাজ্যে বৃষ্টি বাড়বে বলেও জানিয়েছে মৌসম ভবন। তাতেই অশনি সংকেত দেখছে কেরলবাসী।