থমথমে কাশ্মীর, ভূস্বর্গের পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের

Last Updated:
1/5
৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে উপত্যকা। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। আতঙ্কে দিন কাটছে কাশ্মীরবাসীর। ভূস্বর্গের পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের।
৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে উপত্যকা। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। আতঙ্কে দিন কাটছে কাশ্মীরবাসীর। ভূস্বর্গের পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের।
advertisement
2/5
২০১৮র নভেম্বরেও কাশ্মীরে পর্যটকদের ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে ৷  তারপর একের পর এক ধাক্কা.. প্রাকৃতিক দুর্যোগ,,.পুলওয়ামা হামলা,,আর এই সোমবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা। তার আগেই অ্যাডভাইজরি জারি করে পর্যটকদের সরানো হয়েছিল। মোবাইল-ইন্টারনেট-টিভি যোগাযোগের সব ব্যবস্থাই বন্ধ। থমথমে উপত্যকায় দু’বেলা আধাসেনার টহলদারি।
২০১৮র নভেম্বরেও কাশ্মীরে পর্যটকদের ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে ৷ তারপর একের পর এক ধাক্কা.. প্রাকৃতিক দুর্যোগ,,.পুলওয়ামা হামলা,,আর এই সোমবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা। তার আগেই অ্যাডভাইজরি জারি করে পর্যটকদের সরানো হয়েছিল। মোবাইল-ইন্টারনেট-টিভি যোগাযোগের সব ব্যবস্থাই বন্ধ। থমথমে উপত্যকায় দু’বেলা আধাসেনার টহলদারি।
advertisement
3/5
রেল ও উড়ানের টিকিট বিক্রির বহরে এবার অনেকটাই এগিয়ে ছিল ভূস্বর্গ। গতবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি ব্যবসার আশাও ছিল। কিন্তু এই পরিস্থিতিতে লাটে উঠেছে পর্যটন ব্যবসা।
রেল ও উড়ানের টিকিট বিক্রির বহরে এবার অনেকটাই এগিয়ে ছিল ভূস্বর্গ। গতবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি ব্যবসার আশাও ছিল। কিন্তু এই পরিস্থিতিতে লাটে উঠেছে পর্যটন ব্যবসা।
advertisement
4/5
 তবে, এই পরিস্থিতি সাময়িক বলেই মনে করছে পর্যটন ব্যবসায়ীরা। কাশ্মীরের এই পরিস্থিতিতে দার্জিলিং, সিকিমের মত পাহাড়ি জায়গায় পর্যটক বাড়বে বলে আশাবাদী ভ্রমণ সংস্থাগুলো।
তবে, এই পরিস্থিতি সাময়িক বলেই মনে করছে পর্যটন ব্যবসায়ীরা। কাশ্মীরের এই পরিস্থিতিতে দার্জিলিং, সিকিমের মত পাহাড়ি জায়গায় পর্যটক বাড়বে বলে আশাবাদী ভ্রমণ সংস্থাগুলো।
advertisement
5/5
 রিপোর্ট বলছে, কাশ্মীরের পর্যটকদের ৩৭ শতাংশই বাংলার। ভ্রমণ সংস্থাগুলো জানাচ্ছে, পুজো পর্যন্ত সমস্ত বুকিংই বাতিল হয়েছে। এখন হয়তো ব্যবসায় মন্দা।, তবে বেশিদিন ভূস্বর্গের মায়া এড়াতে পারবেন না ভ্রমণপিপাসুরা। আশায় দিন গুনছেন পর্যটন ব্যবসায়ীরা।
রিপোর্ট বলছে, কাশ্মীরের পর্যটকদের ৩৭ শতাংশই বাংলার। ভ্রমণ সংস্থাগুলো জানাচ্ছে, পুজো পর্যন্ত সমস্ত বুকিংই বাতিল হয়েছে। এখন হয়তো ব্যবসায় মন্দা।, তবে বেশিদিন ভূস্বর্গের মায়া এড়াতে পারবেন না ভ্রমণপিপাসুরা। আশায় দিন গুনছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
advertisement
advertisement