বেবি বাম্প নিয়েই যোগাসন ! ইন্টারনেটে ভাইরাল হলেন দ্বিতীয়বার হবু মা করিনা

Last Updated:
তৈমুরের সময়ে যা যা ভুল করেছেন তিনি ৷ এবারটি সেই ভুল একেবারেই নয় ৷
1/4
দ্বিতীয় মা হতে গিয়ে তৈমুরের সময়ের থেকেও যেন অনেকবেশি সচেতন করিনা কাপুর ৷ নিজেই বার বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৈমুরের সময়ে যা যা ভুল করেছেন তিনি ৷ এবারটি সেই ভুল একেবারেই নয় ৷ All Photo: Instagram
দ্বিতীয় মা হতে গিয়ে তৈমুরের সময়ের থেকেও যেন অনেকবেশি সচেতন করিনা কাপুর ৷ নিজেই বার বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৈমুরের সময়ে যা যা ভুল করেছেন তিনি ৷ এবারটি সেই ভুল একেবারেই নয় ৷ All Photo: Instagram
advertisement
2/4
কিছু দিন আগেই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে করিনা ও সইফ দু’জনেই জানিয়েছেন, তৈমুরের সময় যেভাবে খুল্লামখুল্লা সবাইকে ছবি তুলতে দিয়েছিলেন তাঁরা ৷ দ্বিতীয় সন্তানের সময় একেবারেই সেটা করবেন না ৷ বরং বিরাট-অনুষ্কার মতোই নাকি একেবারেই প্রাইভেট রাখবেন দ্বিতীয় সন্তানের মুখ ৷
কিছু দিন আগেই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে করিনা ও সইফ দু’জনেই জানিয়েছেন, তৈমুরের সময় যেভাবে খুল্লামখুল্লা সবাইকে ছবি তুলতে দিয়েছিলেন তাঁরা ৷ দ্বিতীয় সন্তানের সময় একেবারেই সেটা করবেন না ৷ বরং বিরাট-অনুষ্কার মতোই নাকি একেবারেই প্রাইভেট রাখবেন দ্বিতীয় সন্তানের মুখ ৷
advertisement
3/4
তবে দ্বিতীয়বার মা হওয়ার এই সময়টা দারুণভাবে এনজয় করছেন করিনা ৷ আর সেই ছবি নিয়মিত পোস্টও করছেন সোশ্যাল মিডিয়ায় ৷
তবে দ্বিতীয়বার মা হওয়ার এই সময়টা দারুণভাবে এনজয় করছেন করিনা ৷ আর সেই ছবি নিয়মিত পোস্টও করছেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
4/4
সম্প্রতি করিনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন নিজের যোগাসনের ছবি ৷ যেখানে স্পষ্ট হয়ে উঠল করিনার বেবিবাম্প ৷ জিম পোশাকে করিনার স্পষ্ট হয়ে ওঠা বেবি বাম্পের ছবি এখন টক অফ দ্য টাউন৷ তবে করিনা ছবি আপলোড করে লিখলেন, ‘অল্প স্বল্প যোগাসন, অল্প স্বল্প শান্তি ...’
সম্প্রতি করিনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন নিজের যোগাসনের ছবি ৷ যেখানে স্পষ্ট হয়ে উঠল করিনার বেবিবাম্প ৷ জিম পোশাকে করিনার স্পষ্ট হয়ে ওঠা বেবি বাম্পের ছবি এখন টক অফ দ্য টাউন৷ তবে করিনা ছবি আপলোড করে লিখলেন, ‘অল্প স্বল্প যোগাসন, অল্প স্বল্প শান্তি ...’
advertisement
advertisement
advertisement