Indian Railways Tatkal Ticket: একধাক্কায় বাড়ছে ভাড়া এসি ও স্লিপার ক্লাসে, কত টাকা প্রতি স্ল্যাবে ভাড়াবৃদ্ধি, তৎকাল টিকিট কাটতে এবার লাগবে এই ডকুমেন্ট

Last Updated:
Indian Railways Tatkal Ticket: মেল, এক্সপ্রেস ট্রেনের ভাড়ায় বদল আজ থেকেই, একধাক্কায় কতটা বাড়ছে ভাড়া, তৎকাল টিকিট বুকিংয়ের নয়া নিয়মে সুবিধা নাকি অসুবিধা?
1/6
কলকাতা: আজ থেকেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও বদল আনছে রেল। বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। অর্থাৎ, আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। Photo- Representative 
কলকাতা: আজ থেকেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও বদল আনছে রেল। বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। অর্থাৎ, আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। Photo- Representative
advertisement
2/6
রেল সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে মঙ্গলবার থেকে। যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের ভিত্তি করে। অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যযাত্রীদের সিজন টিকিটের (মান্থলি) ভাড়ায় কোনও পরিবর্তন হবে না। রেল সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার ট্রেনের নন-এসি দ্বিতীয় শ্রেণির টিকিটের (অসংরক্ষিত টিকিট) ভাড়া প্রতি কিলোমিটারে আধ পয়সা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বৃদ্ধি থেকে ছাড় দেওয়া হচ্ছে। Photo- Representative
রেল সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে মঙ্গলবার থেকে। যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের ভিত্তি করে। অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যযাত্রীদের সিজন টিকিটের (মান্থলি) ভাড়ায় কোনও পরিবর্তন হবে না। রেল সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার ট্রেনের নন-এসি দ্বিতীয় শ্রেণির টিকিটের (অসংরক্ষিত টিকিট) ভাড়া প্রতি কিলোমিটারে আধ পয়সা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বৃদ্ধি থেকে ছাড় দেওয়া হচ্ছে। Photo- Representative
advertisement
3/6
স্লিপার এবং প্রথম শ্রেণির অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে আধ পয়সা করে ভাড়া বৃদ্ধি করছে রেল। নন-এসির সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। এসি শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে রেল।
স্লিপার এবং প্রথম শ্রেণির অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে আধ পয়সা করে ভাড়া বৃদ্ধি করছে রেল। নন-এসির সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। এসি শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে রেল।
advertisement
4/6
আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে, আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে। ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হবে। তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন।এক মাত্র ভেরিফায়েড ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন। Photo- Representative
আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে, আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে। ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হবে। তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন।এক মাত্র ভেরিফায়েড ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন। Photo- Representative
advertisement
5/6
আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে, আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে। ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হবে।তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন। Photo- Representative
আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে, আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে। ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হবে।তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন। Photo- Representative
advertisement
6/6
সকাল ১০টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে ১০টার আগে এসি এবং সকাল সাড়ে ১১টার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসছে।  আধুনিক সিস্টেমে প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট কাটা যাবে। বর্তমানে প্রতি মিনিটে ৩২ হাজার টিকিট কাটা হয়। Photo- Representative Input- Abir Ghosal
সকাল ১০টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে ১০টার আগে এসি এবং সকাল সাড়ে ১১টার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসছে।  আধুনিক সিস্টেমে প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট কাটা যাবে। বর্তমানে প্রতি মিনিটে ৩২ হাজার টিকিট কাটা হয়। Photo- Representative Input- Abir Ghosal
advertisement
advertisement
advertisement