টিকিট হারিয়ে গেলে সহজেই পাওয়া যায় বিকল্প টিকিট, জেনে নিন উপায়

Last Updated:
1/6
• যাত্রার আগে টিকিট হারিয়ে গেলে বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট হয়ে গেলেও দুশ্চিন্তা করার কোনও কারণ নেই ৷ যাত্রার আগে সহজেই পেয়ে যাবেন বিকল্প ট্রেনের টিকিট ৷ ছবি: পিক্স্যাবে ৷
• যাত্রার আগে টিকিট হারিয়ে গেলে বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট হয়ে গেলেও দুশ্চিন্তা করার কোনও কারণ নেই ৷ যাত্রার আগে সহজেই পেয়ে যাবেন বিকল্প ট্রেনের টিকিট ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/6
• ভারতীয় রেলওয়ে জানাচ্ছে, কনফার্মড বা আরএসি টিকিট কোনওভাবে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যাত্রী টিকিটের কপি পেতে পারেন ৷ তবে সেক্ষেত্রে রয়েছে কয়েকটি শর্ত ৷ যেমন--
• ভারতীয় রেলওয়ে জানাচ্ছে, কনফার্মড বা আরএসি টিকিট কোনওভাবে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যাত্রী টিকিটের কপি পেতে পারেন ৷ তবে সেক্ষেত্রে রয়েছে কয়েকটি শর্ত ৷ যেমন--
advertisement
3/6
• টিকিটের বৈধতা অবশ্যই থাকতে হবে ৷ জাল টিকিটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না ৷ ছবি: পিক্স্যাবে ৷
• টিকিটের বৈধতা অবশ্যই থাকতে হবে ৷ জাল টিকিটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/6
• রিজার্ভেশন চার্টে নাম থাকলে বিকল্প টিকিট বানাতে গেলে ভাড়ার ২৫% দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে ৷ তবে চার্ট তৈরি হয়ে যাওয়ার পর আরএসি টিকিটের বিকল্প বানানো যাবে না ৷ ছবি: পিক্স্যাবে ৷
• রিজার্ভেশন চার্টে নাম থাকলে বিকল্প টিকিট বানাতে গেলে ভাড়ার ২৫% দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে ৷ তবে চার্ট তৈরি হয়ে যাওয়ার পর আরএসি টিকিটের বিকল্প বানানো যাবে না ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/6
• টিকিট বাতিলের ক্ষেত্রে টাকা ফেরতও দেওয়া হবে, তবে অবশ্যই টিকিটের বৈধতা যাচাই করে তবেই ৷ ছবি: পিক্স্যাবে ৷
• টিকিট বাতিলের ক্ষেত্রে টাকা ফেরতও দেওয়া হবে, তবে অবশ্যই টিকিটের বৈধতা যাচাই করে তবেই ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/6
• যদি যাত্রার আগেই কোনওভাবে আসল টিকিট খুঁজে পাওয়া যায়, তাহলে বিকল্প টিকিটটি ফেরত দিয়ে টাকা ফেরত পাওয়া যাবে ৷ ছবি: পিক্স্যাবে ৷
• যদি যাত্রার আগেই কোনওভাবে আসল টিকিট খুঁজে পাওয়া যায়, তাহলে বিকল্প টিকিটটি ফেরত দিয়ে টাকা ফেরত পাওয়া যাবে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
advertisement
advertisement