Indian Railways news: ১লা জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ ট্রেনের সময়! তালিকায় দূরপাল্লার কোন কোন ট্রেন? দেখুন টাইম টেবিল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways news: নতুন বছরেই একগুচ্ছ বদল হতে চলেছে ভারতীয় রেলে। বদলে যাচ্ছে ট্রেন সময়, গতিও বাড়ছে একাধিক ট্রেনের, সেই সঙ্গে চালু হচ্ছে নতুন ট্রেনও।
নতুন বছরেই একগুচ্ছ বদল হতে চলেছে ভারতীয় রেলে। বদলে যাচ্ছে ট্রেন সময়, গতিও বাড়ছে একাধিক ট্রেনের, সেই সঙ্গে চালু হচ্ছে নতুন ট্রেনও। শিয়ালদহ থেকে দার্জিলিং মেল তার আগের নির্ধারিত সময় ১০টা ৫ মিনিটের পরিবর্তে ১০টা ১৫ মিনিটে ছাড়বে। হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর ৩টে ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টোয় হাওড়া থেকে ছাড়বে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
দূরপাল্লার ৪২টি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় কমানো হয়েছে। ৬৩টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় ৫ মিনিট থেকে ৫৫ মিনিট পর্যন্ত কমানো হয়েছে । ৮টি মেমু, ডেমু এবং ইএমইউ ট্রেনের ক্ষেত্রে সফরের সময় ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত কম হয়েছে। ৮৬টি প্যাসেঞ্জার ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জারের ক্রমিক সংখ্যার বদল করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
এবার এই ট্রেনটিকে নিয়মিত ভিত্তিক করে দেওয়া হল। মূলত যাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় ঝা। একইসঙ্গে, হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত যাতায়াতকারী দুটি লোকাল ট্রেনের যাত্রাপথ বর্ধিত করা হলো। হাওড়া থেকে ওই দুটি লোকাল এখন থেকে আর সিঙ্গুর পর্যন্ত যাবে না। একটি লোকাল হরিপাল পর্যন্ত এবং অন্যটি তারকেশ্বর পর্যন্ত বর্ধিত করা হল।
advertisement
advertisement
এই ট্রেনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দার্জিলিং মেল, শিয়ালদহ মালদা টাউন গৌড় এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, বিকানির-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া-ছত্রপতি শিবাজী মেন টার্মিনাস এক্সপ্রেস, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস মত গুরুত্বপূর্ণ ট্রেনগুলি আগামীকাল থেকে নতুন সময় ছাড়বে।
advertisement
advertisement
অর্থাৎ ঘণ্টা প্রতি গতিবেগ বাড়ল তালিকাভুক্ত ট্রেনগুলির। ৮টি লোকাল ট্রেনেরও গতিবেগ বাড়ানো হলো। গন্তব্যস্থলে পৌঁছানোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগতো, তার থেকে ওই লোকাল ট্রেনগুলির ৬ মিনিট থেকে ২০ মিনিট সময় কম লাগবে। এছাড়াও ৮৬টি লোকাল ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার ট্রেন এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জার ট্রেন নতুন নম্বর নিয়ে ১ জানুয়ারি থেকে যাতায়াত শুরু করছে।