কাঁধে ব্যাগ, মুখে উত্তেজনা...! ৫/৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যুবক, 'কোথায় যাবে?' এগিয়ে এল GRP, 'সত্যি' প্রকাশ্যে আসতেই ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: সম্প্রতি গাজিয়াবাদ রেলস্টেশনে এমন একটি ঘটনা ঘটল যা শুনলে আঁতকে উঠবেন আপনি। এই ঘটনা চোখ খুলে দিয়েছে রেলকর্মীদের। আর প্যাসেঞ্জারদের তো সব দেখে শুনে চক্ষুচড়কগাছ। এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জিআরপির নাকের ডগায় এই কাণ্ড? তাজ্জব সবাই!
advertisement
যাত্রী নিরাপত্তা বিধানে রেল নানা রকমের পদক্ষেপ নিলেও এই ভিড় ট্রেনে ভিড় বাসের মতোই এমন অনেক দুষ্কর্ম চলে যেগুলির শিকার মাঝে মধ্যেই হতে হয় নিত্যযাত্রীদের। টিকিট পরীক্ষক থেকে জিআরপি, সিআরপিএফদের সর্বদা কড়া নজরদারি সত্ত্বেও কিন্তু এই ধরণের চুরি, ছিনতাই, পকেটমারি নাগাড়ে চলতেই থাকে! Representative Image
advertisement
কিন্তু সম্প্রতি গাজিয়াবাদ রেলস্টেশনে এমন একটি ঘটনা ঘটল যা শুনলে আঁতকে উঠবেন আপনি। এই ঘটনা চোখ খুলে দিয়েছে রেলকর্মীদের। আর প্যাসেঞ্জারদের তো সব দেখে শুনে চক্ষুচড়কগাছ। এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জিআরপির নাকের ডগায় এই কাণ্ড? তাজ্জব সবাই! Representative Image
advertisement
advertisement
সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই জেরা শুরু করে জিআরপি। অসংলগ্ন কথায় সন্দেহ হওয়ায় ছেলেটিকে ব্যাগ খুলতে বলে পুলিশ। কিন্তু তারপরেই অবাক হওয়ার পালা। একের পর এক বেরোতে থাকে একটি সোনার চেইন, একটি নাকের নথ, একটি মঙ্গলসূত্র, একটি মোবাইল ফোন, নগদ ৩৫০০ টাকা! দেখে মুহূর্তে চোখ কপালে ওঠে পুলিশের। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement