পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ডেরায় ১০০০ কিলো বিস্ফোরক ফেলে এসেছে ভারতীয় সেনা বাহিনী ৷ ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান হামলা চালিয়েছিল ৷ এটা ভারতীয় সেনার অন্যতম সেরা অস্ত্র ৷
2/ 10
ভারতীয় সেনা এখন অন্যতম বড় সেনা ৷ পৃথিবীর সেনাবাহিনীর ক্ষমতা অনুযায়ি শক্তিশালী দেশের তালিকায় একদম ওপরের দিকে ভারত ৷
3/ 10
সুখোই ৩০ জেট ফাইটার একবিংশ শতাব্দীর সেরা ফাইটার প্লেনগুলির একটি ৷ রাশিয়াতে তৈরি এই বিমান লম্বায় 21.93 মিটার ৷ ডানা সহ চওড়ায় 14.7 মিটার ৷ ২১০০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে উড়তে পারে এই বোমারু বিমান ৷ এর হানায় ৩ হাজার কিলোমিটার অবধি এলাকা আক্রান্ত হতে পারে ৷
4/ 10
ভারত ও রাশিয়ার যুগ্ম প্রয়াসে তৈরি ব্রহ্মস মিসাইল ভারতের অস্ত্র ভান্ডারের অন্যতম খতরনাক অস্ত্র৷ এর কার্যকারী ক্ষমতা ২৯০ কিলোমিটার ৷ অন্যান্য মিসাইলের থেকে এর গতি প্রায় ৩ গুণ বেশি ৷ পর্বতের পিছনে থাকা লক্ষ্যেও সঠিক ভাবে আঘাত হানতে পারে এটি ৷
5/ 10
আইএনএস চক্র ২ সাবমেরিন -র রয়েছেন পারমাণবিক অস্ত্র পরিবহনের দুরন্ত ক্ষমতা ৷ এটিও রাশিয়ায় তৈরি সাবমেরিন ৷ ভারতের নৌ বাহিনীর বিশাল বড় শক্তি এই সাবমেরিন ৷ এটি থেকে একসঙ্গে ৮ টি টর্পোডো লঞ্চ করা যায় ৷
6/ 10
অ্যাভোক্স - ভারতের এই বিশেষ বিমানের ক্ষমতা তাক লাগিয়ে দেওয়ার মতো ৷ এই বিশেষ বিমান বহুদূর থেকে আসা শত্রুপক্ষের বিমানকে ট্র্যাক করে ফেলতে পারে ৷ আবহাওয়া যেরকম খুশি থাকুক না কেন ৪০০ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনও প্লেনকে এটি ধরে ফেলতে পারে ৷
7/ 10
আইএনএস বিক্রমাদিত্য ২০১৩ থেকে ভারতীয় নৌবাহিনীর অঙ্গ ৷ ৪৪,৫০০ টনের যুদ্ধবিমানকে পরিবহন করতে পারে এই যুদ্ধ জাহাজ ৷ এই জাহাজে ২২টি তলা রয়েছে যাতে ১২০০ জন চাপতে পারেন ৷ টানা ১০০ দিনও সমুদ্রে থাকার ক্ষমতা আছে এই যুদ্ধ জাহাজের ৷
8/ 10
টি ৯০ ভীষ্ম সরাসরি যুদ্ধে ভারতের ব্রহ্মাস্ত্র ৷ রাসায়নিক ,জৈবিক, বা রেডিওঅ্যাকটিভ কোনও অস্ত্রেই একে আটকানো সম্ভব নয় ৷ মুলত রাশিয়ায় তৈরি হলেও এই যুদ্ধাস্ত্রে ইজরায়েল,ফরাসি, সুইডিশ ইনপুটও আছে ৷
9/ 10
পি ৮১ নেপচুন ভারতের ৭৫০০ কিলোমিটার লম্বা উপকূল ভাগকে পাহাড়া দেয় ৷ বেস থেকে ২০০০ কিলোমিটারে ৪ ঘন্টা একটানা উড়তে পারে এই বিমান ৷ ৬ থেকে ৮ টি এম কে ৫৪ টর্পেডো ১২০ টি সোনোবয়, ৪ টি মিসাইল নিয়ে উড়ে পারে ৷
10/ 10
হেনিলা ‘নাগ’ দারুণ এক মিসাইল ক্যারিয়ার ৷ যুদ্ধ বিমান থেকে যেমন ছাড়া যায় ঠিক তেমনিই ইনফানট্রি কম্যবাট ভেহিক্যাল দিয়েও একে উৎক্ষেপন করা যায় ৷